নিজস্ব প্রতিবেদন : রাঢ় বাংলার লোকসংগীত থেকে রিমেক্স গানের দৌলতে আধুনিক প্রজন্মের হৃদয় জয় করেছে বীরভূমের প্রখ্যাত শিল্পী রতন কাহারের ‘গেন্দা ফুল’। সত্তরের দশক থেকেই এই গান জনপ্রিয়। তবে স্বপ্না চক্রবর্তীর কন্ঠে এই গান জনপ্রিয়তা লাভ করলেও প্রথম থেকেই স্বীকৃতি পাননি গানের মূল স্রষ্টা রতন কাহার।
এরপর হঠাৎ পপ সঙ্গীত শিল্পী বাদশা এই গানের চারটি লাইন ব্যবহার করে রিমেক্স ‘গেন্দা ফুল’ রিলিজ করতেই তা জনপ্রিয় হয়ে ওঠে সারা ভারতে। যদিও এই বাদশার আধুনিকীকরণ নিয়ে নানান বিতর্ক তৈরি হয়, পাশাপাশি দাবি ওঠে রতন কাহারকে স্বীকৃতি দেওয়ার। অবশ্য সেই লড়াইয়ে জয়লাভ করেন আপামর বাঙালি, বাদশা বাঙ্গালীদের লড়াই এবং শিল্পীর সৃষ্টির দিকে তাকিয়ে রতন কাহারকে স্বীকৃতি স্বরূপ ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন।
এসব এরপর আবার অক্টোবর মাসে রতন কাহারের এই গান তবলা বিট মিক্স সহ রিলিজ হয় সঙ্গীত কম্পোজার বিক্রম ঘোষ এবং পরিচালক অরিন্দম শীলের হাত ধরে। যেখানে দেখা যায় স্বয়ং গানের মূল স্রষ্টা রতন কাহারকে। আর রতন কাহারের এই গান এবার সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন খুদে তানিমুনির গলায়।
সম্প্রতি তানিমুনি দ্বৈতকণ্ঠে রতন কাহার এই ‘গেন্দা ফুল’ বা ‘বড়লোকের বিটি লো’ গানটি গেয়েছেন। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথেসাথেই মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ড আবাসনের ৬ বছরের তানিমুনি পুনরায় ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই খুদের গাওয়া গানটিকে পছন্দ করেছেন ৫০ হাজারের বেশি মানুষ, আর ভিউয়ের সংখ্যা কয়েক লক্ষ।