লকডাউনের পর স্টেজে দুর্দান্ত কামব্যাক তানিমুনির, গাইলো ‘নাম রেখেছি বনলতা’

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের বছর সাতেকের তানিমুনি দৈত্বকন্ঠে নজরকাড়া গান গেয়ে বারংবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তারা জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি নিজেরাই নিজেদের অ্যালবামে সুরও দিয়েছে, পারফরম্যান্স করেছে একাধিক বাংলা টিভি চ্যানেলের পর্দায়। যমজ তানিমুনি প্রথম থেকেই স্টেজ পারফরম্যান্স করে নজর কাড়লেও লকডাউনের কারণে তা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে এবার তাদের দুর্দান্ত কামব্যাক হলো।

সম্প্রতি দিন কয়েক আগে মধ্যমগ্রামে সুভাষ মেলার আয়োজন করা হয়। আর সেই মেলায় একাধিক নামকরা গায়ক-গায়িকারা পারফরম্যান্স করতে আসেন। আর তাদের মতই ওই মেলার স্টেজে পারফরম্যান্স করার সুযোগ পান খুদে এই দুই যমজ বোন। লকডাউনের পরবর্তী সময়ে স্টেজে পারফরম্যান্স করার সুযোগ পেয়েই ফের একবার নজর কাড়লেন তারা।

স্টেজে পারফরম্যান্স করতে উঠে তাদের গলায় শোনা গেল শ্যামল মিত্রের সেই চিরস্মরণীয় গান ‘নাম রেখেছি বনলতা’। দ্বৈতকণ্ঠে তানিমুনি এই গান গেয়ে দর্শকদের এতটাই নজর কেড়েছেন যে স্টেজে পারফরম্যান্স করতে আসা অন্যান্য শিল্পীরাও এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তাদের গাওয়া সেই গান পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে তাও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

[aaroporuntag]
তানিমুনির অভিভাবকদের সূত্রে জানা গিয়েছে, তারা দুজন কোন প্রতিষ্ঠান থেকে গানের অনুশীলন নেয়নি। বরং বাবা-মায়ের থেকেই তাদের এই গানের প্রতি আকৃষ্ট হওয়া এবং গান শেখা। আর তারপর বাবা-মায়ের অনুপ্রেরণা এবং এগিয়ে চলার সাহস দেখানো থেকেই আজ এমন সাহসিকতার পরিচয় দিচ্ছে এই ক্ষুদে যমজ দুই বোন।