নতুন আঙ্গিকে মহালয়ায় প্রকাশ পেলো যমজ বোন তানিমুনির নতুন গান

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৬ বছরের যমজ খুদে তানিমুনি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তাদের দু’জনকে দৈত্ব কন্ঠে একের পর এক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যাচ্ছে। যে কারণে তারা এখন সোশ্যাল নাগরিকদের চোখের মণি হয়ে উঠেছে। তবে এযাবত তাদের দেখা গিয়েছিল বাড়ির মধ্যে অথবা কোন টিভির পর্দায় গান গাইতে। কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে তারা মহালয়ার শুভলগ্নে নতুন গান নিয়ে এলো শ্রোতাদের জন্য।

Advertisements

Advertisements

সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং প্রথম দুজনে স্টুডিওই গান রেকর্ডিং করলো। আর তাদের এই স্টুডিওতে গান রেকর্ডিংয়ের কথা আমরা কয়েকদিন আগে জানতে পেরেছিলাম। তবে সে সময় সাসপেনশন রাখার জন্য কি গান তারা রেকর্ডিং করা হচ্ছে তা গোপন রাখা হয়। যে কারণে তানিমুনি প্রেমীরা উৎকণ্ঠায় বসেছিলেন কবে তাদের কণ্ঠে প্রথম স্টুডিও রেকর্ডিং গান শুনতে পাওয়া যাবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মহালয়ায় প্রকাশ পেলে তানিমুনির নতুন গান ‘ফুলে ফুলে ঢলে ঢলে’।

Advertisements

‘ফুলে ফুলে ঢলে ঢলে’ রবীন্দ্র সঙ্গীতকে তারা যেভাবে দৈত্ব কন্ঠে ফুটিয়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। ইতিমধ্যেই মাত্র কয়েক ঘন্টা আগে প্রকাশ পাওয়া এই গানটি কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন। শুধু দেখে ফেলাই নয় পাশাপাশি তারা এই যমজ বোনের প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল নাগরিকরা তাদের দুজনের জন্য বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ দিচ্ছেন আগামী দিনে আরও এগিয়ে চলার জন্য।

তানি আর মুনি এই যমজ বোনের ভালো নাম হল সৃষ্টি দত্ত এবং শ্রেয়া দত্ত। তারা দু’জনই ৬ বছর বয়সী, দুজনের বয়সে রয়েছে মাত্র কয়েক মিনিটের ফারাক। বাবা দেবাশীষ দত্ত এবং মা তৃপ্তি দত্ত। তারা মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের আবাসনের বাসিন্দা। খুদে এই দুজনের এইভাবে গানের জগতে আসা এবং এগিয়ে চলার অনুপ্রেরণা, অভিভাবক, প্রশিক্ষক সবকিছুই বাবা-মা। বাবা দেবাশীষ দত্ত নিজে একজন সঙ্গীত শিল্পী।

তবে দেবাশিস বাবু নিজে একজন সঙ্গীত শিল্পী হলেও সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার পূরণ হয়নি। যে কারণে বর্তমানে তিনি তার স্বপ্ন পূরণ করতে চাইছেন তার এই যমজ কন্যা সন্তানের মধ্য দিয়েই। তানিমুনি এই প্রথম স্টুডিও রেকর্ডিংয়ের মাধ্যমে গান প্রকাশ করলেও ইতিমধ্যেই তারা বাংলার দুটি জনপ্রিয় চ্যানেল ‘আকাশ ৮’ এবং ‘দূরদর্শন বাংলা’য় হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের মত নামিদামি শিল্পীদের সাথে অনুষ্ঠান করেছেন।

Advertisements