নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও সাংসদ তাপস পাল। এই জনপ্রিয় ব্যক্তিত্বের মৃত্যু খবর শুনে শোকাহত হয়ে পড়ে গোটা বাংলা। অবশ্য তার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। মৃত্যুর পর থেকেই তৃণমূল নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দাবী করেছিলেন, এই ঘটনার মূলে রয়েছে রাজনৈতিক কারণ। আর এবার তাপস পালের মৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনী।
প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী মুখার্জি পাল ও মেয়ে সোহিনী পাল অভিযোগ করেছেন মুম্বাইয়ে ভর্তি থাকা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি নিয়ে। আর এই অভিযোগ তুলে দুজনেই তাদের ফেসবুক প্রোফাইলে দীর্ঘ পোস্ট করেছেন, সাথে যোগ করেছেন ইউটিউব লিঙ্ক। সোশ্যাল মিডিয়ায় তাদের যাবতীয় অভিযোগ মুম্বইয়ের বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের বিরুদ্ধে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে এখনো মুখ খোলেনি।
নন্দিনী মুখার্জি পালের অভিযোগ, প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে সহযোগিতা করেননি। এমনকি চিকিৎসা সংক্রান্ত কেস হিস্ট্রি শুনতে চাননি। গত ৭ই ফেব্রুয়ারি তাপস পাল অনেকটাই সুস্থ ছিলেন। সেদিন কথাও বলেছিলেন। সেই সময় রাইলস টিউব ও ক্যাথিটার লাগানো ছিল তাপস পালের। কিন্তু এমনটা কেন সুস্থ অবস্থাতেও ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার আরও অভিযোগ হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক থাকা সত্ত্বেও রক্ত দিতে দেরি করা হচ্ছিল। তাপস পাল যেদিন মারা যান তার আগের দিন বিকালে সুস্থ ছিলেন। তারপর হঠাৎ রাত এগারোটা নাগাদ হাসপাতাল থেকে ফোন করে স্বস্থ্যের অবনতির কথা বলা হয়।
একই ধরনের অভিযোগ তুলেছেন তাপস পালের মেয়ে সোহিনী পালও। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাপস পালের চিকিৎসায় গুরুত্ব দেয়নি। এমনকি এই বিষয়ে তিনি কয়েকজন চিকিৎসকের নামও তুলে ধরেছেন ফেসবুক পোস্টে।