Tapas Roy’s Latest Property: তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী, রোজগারে তাপস রায়কে জোর টেক্কা দিচ্ছেন স্ত্রী

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা হিসেবে দলের হয়ে কাজ করলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তাপস রায় (Tapas Roy) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়েছিলেন। শুক্রবার তিনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা, যা থেকেই তার এবং তার স্ত্রীর সম্পত্তি (Tapas Roy’s Latest Property) সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

হলফনামা অনুযায়ী তাপস রায় ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত যথাক্রমে রোজগার করেছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৭৭০ টাকা, ৪ লক্ষ ৯১ হাজার ৮৬০ টাকা, ৬ লক্ষ ১২ হাজার ৭৬০ টাকা, ৮ লক্ষ ২৯ হাজার ১৬০ টাকা এবং ৮ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা। তবে তার স্ত্রীর রোজগার তার থেকে দ্বিগুণ। একই অর্থবর্ষে তার স্ত্রী যথাক্রমে রোজগার করেছেন ১০ লক্ষ ৭৪ হাজার ১৮০ টাকা, ১১ লক্ষ ৪৩ হাজার ৬০ টাকা, ১৬ লক্ষ ২১ হাজার ৯৫০ টাকা এবং ১৮ লক্ষ ৪২ হাজার ৫৪০ টাকা।

অন্যদিকে যদি তাপস রায় এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তাপস রায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৯ লক্ষ ২১ হাজার ৩৯৯.২০ টাকা। তাপস রায়ের অস্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার অলংকার, ১৭ লক্ষ টাকা দামের একটি ট্যাঙ্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে পিপিএফ, ১৩টি ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকা ও ৫০ হাজার টাকা নগদ।

আরও পড়ুন ? Abhishek Banerjee’s Money Details: রুজিরার ৪৩ লাখের সোনা, অভিষেকের নামমাত্র! কত টাকার সম্পত্তি বানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

তাপস রায়ের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৭ লক্ষ ১২ হাজার ৪৭৩.৬৫ টাকা। তাপস রায়ের স্ত্রীর নামে রয়েছে ১১ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৬ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা দামের দুটি ট্যাঙ্কার। তার নামে থাকা সোনার অলংকারের পরিমাণ ২৩ লক্ষ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে ৩৭ টি ফিক্সড ডিপোজিট সহ পোস্ট অফিস এবং বিভিন্ন খাতে বিনিয়োগ।

Tapas Roy’s Net Worth

তাপস রায়ের কোনরকম স্থাবর সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়। তবে তার স্ত্রীর নামে রয়েছে ৮৩ লক্ষ ৫২ হাজার টাকার স্থাবর সম্পত্তি। এর মধ্যে রয়েছে বসতবাড়ি। মোটের উপর তাপস রায়ের স্ত্রী স্থাবর থেকে অস্থাবর সব ক্ষেত্রেই সম্পত্তিতে তাপস রায়কে পদে পদে টেক্কা দিয়েছেন। এছাড়াও তাপস রায়ের নামে রয়েছে ৮ লক্ষ ৩৭ হাজার ৯৭৩ টাকার টাকার লোন এবং তার স্ত্রীর নামে রয়েছে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার লোন। তাদের রোজগারের মূল উৎস হলো ওকালতি এবং ব্যবসা। অন্যদিকে তাপস রায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হলফনামায় যা উল্লেখ রয়েছে তা হল, তাপস রায়ের ব্যাচেলার অফ সাইন্স এবং ব্যাচেলার অফ ল ডিগ্রী রয়েছে।