প্রধানমন্ত্রীর ফান্ডে ৩ লক্ষ টাকা ত্রাণ দিয়ে করোনা যুদ্ধে শামিল তারাপীঠ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউনের কথা ঘোষণা করেন। লকডাউন নিয়ে তিনি পরে আবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে দেশের বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন। জানান ‘এছাড়া আর কোন উপায় ছিল না’। পাশাপাশি তিনি এই করোনা দমনে দেশের প্রতিটি নাগরিককে শামিল হওয়ার আহ্বান জানান।শামিল হতে তিনি প্রধানমন্ত্রী কেয়ার্স নামে একটি ত্রাণ তহবিল খোলেন যাতে দেশের যেকোনো নাগরিক তার ইচ্ছামত ত্রাণ জমা দিতে পারেন।

Advertisements

Advertisements

প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে দেশের বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলেই তাদের সামর্থমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। সাহায্যের হাত বাড়াতে শুরু করেন আমজনতারা। আর এবার এই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা অনুদান দিয়ে করোনা যুদ্ধে শামিল হলো তারাপীঠ।

Advertisements

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা প্রথম থেকেই তারাপীঠকে নানান পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। তারাপীঠ মন্দির কমিটি প্রথম দিকে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সিদ্ধান্ত নেয় জনসাধারণের জন্য মন্দির বন্ধ রাখার। কেবলমাত্র রীতি মেনে তারা মায়ের পুজো অর্চনার চালিয়ে যাবেন বলে জানায়। এরপর এবার তারা করোনা ঠেকাতে সরাসরি দেশের পাশে দাঁড়ালো। বুধবার তারামাতা সেবায়েত সংঘ তারাপীঠ মন্দির প্রধানমন্ত্রী কেয়ার্স ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা অনুদান দিল।

Advertisements