Tata 1.5 Ton AC: ইলেকট্রিক বিল নিয়ে চিন্তা! ঘরে টাটাদের ১.৫ টনের এই এসি লাগালেই কমে যাবে বিদ্যুৎ বিল

Antara Nag

Published on:

Advertisements

Tata 1.5 Ton AC has come to relieve the worry of electric bill: রেকর্ড করা গরম পড়েছিল এই বছর শুরুর কয়েকটা মাস। প্রচন্ড তাপের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা ভারতবর্ষ। ফ্যান ছাড়া থাকার কথা ১ মুহূর্ত ভাবা যাচ্ছিল না। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদাও বেড়েছে ব্যাপকহারে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বিল। অনবরত ফ্যান চালানো, তার উপর এসি সবকিছু মিলে বিদ্যুতের বিলও এসেছে ব্যাপকহারে। তাই খুব স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বিদ্যুতের অতিরিক্ত বিল দেবার ভয়ে অনেকেই চেষ্টা করছেন কিভাবে বিদ্যুৎ সঞ্চয় করা যায়। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে সাধারণের পাশে দাঁড়াতে টাটা কোম্পানি নিয়ে এসেছে নতুন ১.৫ টানের এসি (Tata 1.5 Ton AC)।

Advertisements

টাটা কোম্পানির উপর সাধারণ মানুষের অগাধ ভরসা রয়েছে। যেখানে টাটা কোম্পানি রয়েছে সেখানে সাধারণ মানুষের কথা অবশ্যই চিন্তা করা হচ্ছে। সাধারণের পাশে দাঁড়াতে সব সময় ১ পা বাড়িয়েই রাখে এই সংস্থা। সাধারণত বাড়িতে ১.৫ টনের এসি ব্যবহার করা হয়। বিভিন্ন সংস্থার ১.৫ টনের এসি বিক্রি করে থাকে। ঘরে ব্যবহারের জন্য ১.৫ টনের এসির চাহিদা সবথেকে বেশি। এই সমস্ত কথা মাথায় রেখে টাটা কোম্পানির পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে নতুন স্প্লিট এসি। টাটা কোম্পানির পক্ষ থেকে নিয়ে আসা ১.৫ টনের নতুন এই স্প্লিট এসিটি (Tata 1.5 Ton AC) ঘরে লাগালেই বিদ্যুতের বিল ১ ধাক্কায় অনেকটাই কমে যাবে, এমনটাই দাবি করছে সংস্থা।

Advertisements

সাধারণের জন্য খুশির খবর কিন্তু ১ টি নয়, ২ টি। একদিকে যেমন টাটা কোম্পানির নতুন ১.৫ টন স্প্লিট এসি (Tata 1.5 Ton AC) ঘরে লাগালে কমে যাবে বিদ্যুতের বিল। অপরদিকে এই এসিতে পাওয়া যাবে ব্যাপক হারে ছাড়ও। ক্রোমা থেকে এসি কিনলে ব্যাপক হারে ছাড় পেয়ে যাবেন এই এসিতে। তবে এসি কেনার আগে আপনার বাড়ির জন্য কোন এসিটি উপযুক্ত তা যাচাই করে নেওয়া প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক, কোন এসিটি আপনার জন্য প্রযোজ্য? এবং সেই এসিটিতে কি কি সুবিধা পাবেন আপনি?

Advertisements

আরও পড়ুন ? Train General Coach Increase: থাকবে না এসি কোচে সাধারণ শ্রেণীর যাত্রীদের ভিড়! সুবিধা বাড়বে পরিযায়ী শ্রমিকদেরও, বড় সিদ্ধান্ত রেলের

টাটা কোম্পানির নতুন ১.৫ টনের এসিটি (Tata 1.5 Ton AC) একাধিক সুযোগ-সুবিধা সম্পন্ন। তাই গ্রাহকরা এই এসিটি কিনে বিভিন্নভাবেই উপকৃত হতে পারেন। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হল এই এসিটি ঘরে লাগালে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। এর অবশ্য কারণ রয়েছে। বিদ্যুতের বিল কম আসার কারণ হলো, এই এসিটি ইনভার্টার এসি। আপনি চাইলে ক্রোমা থেকে এই এসিটিকে অনলাইনে অর্ডার করতে পারেন। ৪ ইন ১ কনভার্টেবল ১.৫ টনের এই স্প্লিট এসিটি এখন অর্ডার করলে পেয়ে যাবেন বড় রকমের ছাড়। ফলে সবদিক থেকেই সাশ্রয় হবে গ্রাহকদের।

এই এসিটি কিনলে দামের দিক থেকেও সাশ্রয় হবে গ্রাহকদের। এসিটির দাম মাত্র ৩০৯৯০ টাকা। তার উপরে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে পেমেন্ট করলে তাৎক্ষণিক ২ হাজার টাকা ক্যাশব্যাক পাবার সুযোগ রয়েছে। টাটা কোম্পানির ১.৫ টনের এই এসিটি (Tata 1.5 Ton AC) কিন্তু দেখতেও বেশ সুন্দর। ঘরের যে কোন জায়গায় লাগানোর জন্য এই এসিটি এক্কেবারে উপযুক্ত। তাই আর দেরি না করে এসি কিনতে চাইলে, কিনে ফেলুন টাটা কোম্পানির ১.৫ টনের স্প্লিট এসিটি। একদিক থেকে সাশ্রয় হবে, আবার অপরদিকে বজায় থাকবে সৌন্দর্য। এছাড়া এসিটির বিশেষ বৈশিষ্ট্যগুলিতো রইলই।

Advertisements