উড়ানে যাতে দেরি না হয়, এই সকল নির্দেশিকা জারি টাটা এয়ার ইন্ডিয়ার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টানাপোড়েনের পর লোকসানে চলা এয়ার ইন্ডিয়া পুনরায় হাতে এসেছে টাটার। এই উড়ান সংস্থা পুনরায় টাটার হাতে আসার পর ইতিমধ্যেই তাদের উড়ান শুরু হয়ে গিয়েছে। নতুন করে পথ চলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে যাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একাধিক নিয়ম জারি করা হয়েছে।

এই সকল নিয়মের মধ্যেই এবার উড়ানে যাতে কোনরকম দেরি না হয় তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করল টাটা এয়ার ইন্ডিয়া। টাটা এয়ার ইন্ডিয়ার বর্তমান লক্ষ্য হলো নিয়মানুবর্তিতার মধ্যে তাদের উড়ান পরিষেবা নিয়ে আসা। যে কারণে তারা তাদের ফ্লাইটে উঠা কেবিন ক্রুদের জন্য এই সকল নির্দেশিকা জারি করেছে।

সংস্থার তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, কেবিন ক্রুদের বিমানে ওঠার আগে যতটা সম্ভব অলঙ্কারের সংখ্যা কমাতে হবে। কাস্টম ক্লিয়ারেন্স যাতে দ্রুত হয় সেই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সমস্ত ফ্লাইট যাতে নির্ধারিত সময়ে উড়ান শুরু করে তা নিশ্চিত করতে হবে।

সংস্থার তরফ থেকে প্রথম যে দিকে নজর দেওয়া হচ্ছে তা হল, কেবিন ক্রুদের জন্য যাতে কোনরকম উড়ানে দেরি না হয়। চেক ইন হওয়ার পরেই তাদের যেতে হবে ইমিগ্রেশনের দিকে। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বোর্ডিংয়ের সময় কেবিন ক্রুদের হাজির থাকতে হবে কেবিনের মধ্যে।

পাশাপাশি জানানো হয়েছে, সেই সময় খাওয়া-দাওয়া করা যাবে না। যারা এই সকল নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুপারভাইজারদের। পাশাপাশি তারা যেন ডিউটি ফ্রি দোকানে গিয়ে কেনাকাটা না করেন, তারা যাতে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন তার দিকে নজর রাখতে হবে।

সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেবিন ক্রুদের জন্য গেট বন্ধ করতে দেরি না হয় তা দেখতে হবে। এর পরিপ্রেক্ষিতে যদি নিয়মের কোনরকম অন্যথা হয় তাহলে তা কেবিনে জানাতে হবে। পাশাপাশি নিয়ম না মানার কারণ জানাতে হবে। ওয়াকিবহাল মহল মনে করছেন, এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণের পর টাটা এই সংস্থার হাল ফেরাতে এমন তৎপরতা শুরু করেছে।