Tata Croma Portable AC: চাকা লাগানো এসি! বেডরুম থেকে কিচেন সব জায়গাতেই ফিট! দুর্দান্ত উপহার টাটাদের

Prosun Kanti Das

Published on:

Tata brings Croma Wheeled Portable AC: চলতি বছরে যে হারে গরম পড়েছে তাতে করে এসির তলায় থাকা ছাড়া উপায় নেই। বাইরে যেমন বেরোনো যাচ্ছেনা তেমন বাড়িতেও ফ্যানের নিচে থাকা যাচ্ছে না। তাই অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে। আপনিও কি এসি কেনার চিন্তা ভাবনা করছেন। তাহলে অবশ্যই বাড়িতে আনুন এই এয়ারকন্ডিশনিং সিস্টেম (Tata Croma Portable AC)। যে এসি ফিট করতে সৌন্দর্য নষ্ট হবে না বাড়ির। রয়েছে এই এসির দারুন বৈশিষ্ট্য। দাম কত? কি কি সুবিধা রয়েছে? জেনে নিয়ে অবশ্যই কিনে ফেলুন।

ক্রেতাদের সুবিধার্থে ক্রেতাদের পছন্দ অনুসারে টাটা গ্রুপ বাজারে আনলো এক উন্নত মানের এসি (Tata AC)। যে এসি বেডরুম থেকে কিচেন, ডাইনিং রুম সর্ব জায়গাতেই সহজেই সরানো যাবে। যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে উন্নত মানের প্রযুক্তি। যা ঠান্ডা বাতাস দিতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই নতুন এসিতে রয়েছে এক দারুন বৈশিষ্ট্য।

এসির বিশেষত্ব শুনে বোঝাই যাচ্ছে যে এটি একটি পোর্টেবল এসি। যার বিশেষ বৈশিষ্ট্য হলো চাকার ব্যবস্থা। অর্থাৎ টাটা গ্রুপের লঞ্চ করা এই নতুন এয়ার কন্ডিশনারে রয়েছে চাকার ব্যবস্থা। যার মাধ্যমে সহজেই এই এসি যেকোনো জায়গায় ফিট করা যায়। এর জন্য বাড়ির কোনো জায়গার সৌন্দর্য নষ্ট করে গর্ত করতে হয় না। তবে সেট করার আগে আউটডোর সেটিংস চেক করে নিতে হয়। এছাড়াও দারুন ঠান্ডা বাতাস দিতে এই এসিতে ব্যবহার করা হয়েছে কপার কন্ডেসার।

আরও পড়ুন 👉 Tata AC: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি! গরিবদের কথা ভেবে জলের দরে এসি আনলেন রতন টাটা

অফলাইন, অনলাইন উভয় জায়গাতেই উপলব্ধ রয়েছে টাটা গ্রুপের এই দুর্দান্ত এসি। টাটা গ্রুপ মালিকানাধীন Croma থেকে ক্রেতারা কিনতে পারেন। মাঝারি ঘরের আয়তনের দিক থেকে এই এসি বেশ উপযুক্ত। এই নতুন এসির ক্যাপাসিটি রয়েছে ১.৫ টন। সারা দেশ জুড়েই পাওয়া যাচ্ছে Croma এসি। বাড়িতে বসে অনলাইনে এসির বিস্তারিত তথ্য, স্পেসিফিকেশন জেনে অর্ডার করার সুবিধাও রয়েছে। বিশেষত যারা পোর্টেবল এসি খোঁজেন তাদের জন্য এই এসি বেশ উপযুক্ত।

দাম কত? টাটা গ্রুপের লঞ্চ হওয়া এই এসির (Tata Croma Portable AC) দাম রয়েছে ৪৩,৯৯০ টাকা। তবে বিশেষ কিছু ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। ফলে অনলাইনে ব্যাঙ্ক ডিসকাউন্ট কাজে লাগিয়ে এই এসি কিনলে দামের দিক থেকে অনেকটাই সাশ্রয়ী হবে। তাই দেরী কেন? এসি কেনার চিন্তাভাবনা থাকলে এখনই সুযোগ কাজে লাগান। তা না হলেই হাতছাড়া হতে পারে।