Tata AC: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি! গরিবদের কথা ভেবে জলের দরে এসি আনলেন রতন টাটা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata Brings Inverter AC in Market at cheap rate: জুন মাস পড়ে গেলেও গরমের দাপট এখনো পর্যন্ত একটুও কমেনি। তাপমাত্রা এখন আগের মত ৪২-৪৪৹ সেলসিয়াস না হলেও বাইরে বেরোলে ৫০-৫২৹ ডিগ্রীর মতো তাপমাত্রা অনুভূত হয়। বাইরে বেরোলে রোদ ঘরের ভেতরে গরম। এবছর গরমের সঙ্গে পাল্লা দিয়ে হেরে যাচ্ছে সাধারণ মানুষ। যতই গরম করুক না কেন অতীব সাধারণ বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে এয়ার কন্ডিশনার লাগিয়ে নেওয়া খুব একটা সম্ভব হয়ে পড়ে না। যে হারে জিনিসের দাম বাড়ছে বৈদ্যুতিক যন্ত্রপাতিরও দাম আকাশছোঁয়া। যার ফলে গরমে কষ্ট পেতে হচ্ছে বহু মানুষের। কিন্তু প্রত্যেক সময়ের মতো টাটা সাধারণ মানুষের মনের দুঃখ বুঝে বাজারে আনলেন পকেট ফ্রেন্ডলি এয়ারকন্ডিশনার (Tata AC)।

Advertisements

আপনিও কি এমন একটি এয়ারকন্ডিশনার খুঁজছেন যেটি কিনলে গরমের হাত থেকে বাঁচতে পারবেন অপরদিকে পকেটেও টান পড়বে না? তবে টাটাই আপনার একমাত্র ভরসা হতে পারে। তার কারণ টাটা বাজারে এনেছে এক দারুন এয়ারকন্ডিশনার (Tata AC) যা অল্প পয়সায় আপনাকে দেবে ঠান্ডা ঠান্ডা বাতাস। এই দারুণ বৈশিষ্ট্যসহ এয়ারকন্ডিশনারটি টাটার ক্রোমাতেও উপলব্ধ। চলুন আজকের এই প্রতিবেদনে দেখে নিই টাটার এই এ.সি. তে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান।

Advertisements

এসিটির নাম?

Advertisements

ক্রোমা ইনভার্টার এসি (Croma 4 in 1 Convertible 1 Ton 3 Star Inverter Split AC)

কেন এটি সকলের পছন্দের?

প্রথমত অতি নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই চায় বাজেটের মধ্যে ভালো জিনিস পেতে। এ.সি. টি ইনভার্টার এ.সি. ও অত্যন্ত কম বাজেটের ভালো একটি মেশিন, যা খুব দ্রুত ঘর ঠান্ডা রাখে। এছাড়া এতে ইনভার্টারের সুবিধা থাকায় বিদ্যুৎ খরচ অনেক অংশে কমিয়ে দেয়।

আরও পড়ুন ? Sleeping Time in Train: ৯ ঘন্টার বদলে ৮ ঘন্টা! জানুন ট্রেনের এসি, স্লিপার কোচে ঘুমানোর সঠিক সময়

বৈশিষ্ট্য:

  1. ১ টন, ইনভার্টার স্প্লিট এসি, ৩ স্টার রেটিং
  2. কনডেন্সার কপারের
  3. ১ বছরের ওয়ারেন্টি ও কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি
  4. ১৩০ বর্গফুট পর্যন্ত ভালো সার্ভিস দেয়
  5. পাওয়ার খরচ: ১০৬৫ ওয়াট
  6. রেফ্রিজারেন্ট: আর ৩২
  7. আর্দ্রতা নিয়ন্ত্রণ, সক্রিয় কার্বন এবং ডাস্ট ফিল্টার সহ PM ২.৫ ফিল্টার

এর দাম কেমন?

মূলত এই এ.সি. এর দাম ৪২,০০০ টাকা। তবে ডিসকাউন্ট দেওয়ার পর আপনি মাত্র ৩০,৯৯০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এটি। আপনার কাছে যদি আইসিআইসিআই ব্যাংকের (ICICI) ক্রেডিট কার্ড থাকে এবং আপনি যদি সেই ক্রেডিট কার্ড দিয়ে কিনতে চান, তবে আরও ২০০০ টাকা ছাড়বে মাত্র ২৯,০০০ টাকার মধ্যে এ.সি.টি (Tata AC) পেয়ে যাবেন।

Advertisements