Tata Electric Cycle: বাজার কাঁপাতে হাজির টাটার ইলেকট্রিক সাইকেল, রয়েছে দুর্দান্ত ফিচার্সের চমক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata Electric Cycle: বাজার কাঁপাতে হাজির টাটার ইলেকট্রিক সাইকেল, রয়েছে দুর্দান্ত ফিচার্সের চমক। দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারে পেট্রোল, ডিজেলের দাম প্রায় আকাশ ছোঁয়া। তাই নিত্যদিনের যাতায়াত এখন বেশ খরচ সাপেক্ষ। যারা প্রাইভেট গাড়ি বা বাইক ব্যবহার করেন পেট্রোল, ডিজেলের দামের কারণে অনেকেই সেই সব গাড়ি আর ব্যবহার করতে পারছেন না। ফলে বাড়ছে সমস্যা। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে সেখানেও অতিরিক্ত ভাড়ার কারণে খরচ যোগাড় করা প্রায় দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণের সহায় হয়ে উঠেছে ইলেকট্রিক ভেহিকেলসগুলি। এবার ইলেকট্রিক ভেহিকেলসের বাজারে যুক্ত হচ্ছে নতুন নাম টাটার নতুন ইলেকট্রিক সাইকেল (Tata Electric Cycle)।

Advertisements

বর্তমানে পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষকে ইলেকট্রিক ভেহিকেলসের দিকে আকর্ষিত করছে। প্রতিনিয়ত বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বেড়েই চলেছে। ইলেকট্রিক গাড়ি, স্কুটার, সাইকেল ইত্যাদির বাজার এখন খুব ভালো। এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা নিয়ে আসছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ভেহিকেলস। এইবার টাটা কোম্পানিও সেই ক্যাটাগরিতে যুক্ত করল নিজেদের নাম। তাদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে নতুন ইলেকট্রিক সাইকেল (Tata Electric Cycle) যার নাম টাটা স্ট্রাইডার।

Advertisements

সস্তায় পুষ্টিকর বলতে যা বোঝায় এটা তাই। টাটার এই ইলেকট্রিক সাইকেল লঞ্চ হতেই তোলপাড় শুরু হয়েছে বাজার জুড়ে। এখন দিনের যাবতীয় কাজ মিটবে এক্কেবারে সস্তায়। অন্তত যাতায়াত খরচ নিয়ে আর কোন চিন্তা নেই। টাটার নতুন ইলেকট্রিক স্কুটারটিতে (Tata Electric Cycle) রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার্স। সাইকেলটির ফিচার্স এবং রেঞ্জ সম্পর্কে জানলে আপনি চমকো যাবেন। টাটার নতুন ইলেকট্রিক সাইকেলটিতে লাগানো হয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। যার ফলে এই সাইকেলটির উপর নিয়ন্ত্রণ আনা অনেকটাই সহজ হবে।

Advertisements

আরো পড়ুন: আম্বানি কন্যাকে কড়া টক্কর দিতে প্রস্তুত টাটার নতুন অস্ত্র

টাটার এই নতুন ইলেকট্রিক সাইকেলটিতে (Tata Electric Cycle) ব্যবহার করা হয়েছে ২৫০ ওয়াটের বিএলডিসি ব্যাটারি। এছাড়া রয়েছে ৩৬ ভি ৬ এএইচ ব্যাটারি প্যাক। যা ২১৬ ডব্লিউএইচ এর পাওয়ার আউটপুট দিতে সক্ষম। যে কোন আবহাওয়ায় সমানভাবে কাজ করতে পারে এই ব্যাটারিটি। রোদ, জল, বৃষ্টি সবকিছুতেই এটি সমানভাবে পরিষেবা দেবে। একবার ফুল চার্জ করলে একটানা ৩০ কিলোমিটার অব্দি যেতে পারবে এই ইলেকট্রিক সাইকেলটি। সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

অত্যাধুনিক ফিচার্স যুক্ত টাটার এই ইলেকট্রিক সাইকেলটির (Tata Electric Cycle) দামও কিন্তু এক্কেবারে সামর্থের মধ্যেই। আপাতত এই সাইকেলটির দাম রাখা হয়েছে মাত্র ২৬ হাজার ৯৯৫ টাকা। ভবিষ্যতে সাইকেলটির দাম আরো কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে। বর্ধিত দাম আরো ৬০০০ টাকা বেশি অর্থাৎ ৩২ হাজার ৯৯৫ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করা যাবে এই সাইকেলটিকে। তাহলে যারা নিজেদের যাতায়াত খরচের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছেন, আর দেরি না করে তাড়াতাড়ি ইলেকট্রিক সাইকেলটি অর্ডার করে ফেলুন।

Advertisements