Semiconductor Hub: চীনের লাটাই রতন টাটার হাতে, সেমিকন্ডাক্টর হাব করতে টাটারা পেল ১৮৮ একর জমি

Tata gets 188 acres of land in Gujarat to build Semiconductor Hub: বর্তমানে গুজরাট রাজ্য শিল্পের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। খুব শিগগিরই এখানে শুরু হতে চলেছে ভারতের সেমিকন্ডাক্টর হাব (Semiconductor Hub)। যার প্রধান উদ্যোক্তা হল টাটা গ্রুপ (Tata Group) এবং সিজি পাওয়ারকে (CG Power), এর জন্য গুজরাট রাজ্য বরাদ্দ করেছে প্রায় ১৮৮ একর জমি। গুজরাট সরকার প্রায় ৯১,০০০ কোটি টাকার আনুমানিক বিনিয়োগ করে দেশের প্রথম মেগা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপন করার জন্য টাটা গ্রুপকে ধলেরায় প্রায় ১৬০ একর জমি বরাদ্দ করেছে। পাশাপাশি সিজি পাওয়ারকে সানন্দে ২৮ একর জমি দেওয়া হয়েছে। এই সংস্থাটি তৈরি করতে চলেছে প্রায় ৭,৬০০ কোটি টাকা ব্যয়ে একটি ATMP প্ল্যান্ট।

আসুন জেনে নিই এই সেমিকন্ডাক্টর হাব আসলে কি? সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টকে (Semiconductor Hub) বলা হয়ে থাকে “ফ্যাবস”। যদি এই প্রকল্পটি গুজরাটে তৈরি হতে পারে তাহলে সব থেকে খুশির খবর হল ২০,০০০-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল, সেমিকন্ডাক্টর ফ্যাব প্রতি মাসে ৫০,০০০ পর্যন্ত ওয়েফার উৎপাদনের ক্ষমতা করতে পারবে। ওয়েফার সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। এটি হল একটি পাতলা, গোলাকার সেমিকন্ডাক্টর মেটিরিয়াল। যা তৈরি হয়ে থাকে জার্মেনিয়াম বা সিলিকন থেকে। এটি চিপস তৈরির জন্য বেস হিসেবে ব্যবহৃত হয়।

একটি রিপোর্টের মাধ্যমে জানা যায় যে, চলতি মাসে ১৩ই মার্চ হওয়ার কথা ছিল উভয় প্রকল্পের ভূমিপুজোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র রাজনৈতিক নেতা এবং সরকারি আধিকারিকরা। টাটা ইলেকট্রনিক্স হল টাটা সন্সের (Tata Sons) সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা। গত ২৯ ফেব্রুয়ারি তারা ঘোষণা করেছে যে, ধলেরাতে ভারতের প্রথম AI-ভিত্তিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট (Semiconductor Hub) তৈরি হচ্ছে এবং এদের অংশীদারিত্ব হচ্ছে পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (PSMC)-এর সাথে।

আরও পড়ুন 👉 Natarajan Chandrasekaran: ইন্টার্ন থেকে কোম্পানির কমান্ড! কিভাবে রতন টাটার ঘনিষ্ট হয়ে উঠলেন নটরাজন চন্দ্রশেখরন

ধলেরাতে খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং সহ উন্নত ফ্যাক্টরি। যার ফলে ওই ফ্যাক্টরির এফিসিয়েন্সিকে সমগ্র শিল্পে সবথেকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই প্ল্যানটি সবথেকে বেশি উপকারী অটোমেটিভ, কম্পিউটিং এবং ডেটা স্টোরেজ, ওয়ারলেস কমিউনিকেশন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো জায়গায়। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে চিপের চাহিদা যা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চিপ এর ব্যবহার হয় সাধারণত পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, ডিসপ্লে ড্রাইভার, মাইক্রোকন্ট্রোলার (এমসিইউ), এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিং লজিক সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনে।

পাশাপাশি সানন্দে মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, একটি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি স্থাপন করতে চলেছে। এর জন্য চুক্তি সম্পন্ন হবে দু’টি বিদেশি সংস্থা-রেনেসাস এবং স্টারস মাইক্রোইলেক্ট্রনিক্সের সাথে। এদিকে, টাটা গ্রুপ এবং সিজি পাওয়ার বাদ দিয়ে আমেরিকান সেমিকন্ডাক্টর কোম্পানি, মাইক্রন গুজরাটে ২২,৫১৬ কোটি টাকা ব্যয়ে একটি চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করছে।