Tata Group New Business: বর্তমানে ভারতের তথা বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি হলেন রতন টাটা। তাকে শিল্পপতি বললে ভুল বলা হয় আসলে তিনি হলেন উদ্যোগপতি। দেশের কল্যাণে তিনি বরাবরই নানারকম অবদান রেখেছেন, এমনকি সাধারণ মানুষের পাশে থাকার ব্যাপারেও দুবার ভাবেননি তিনি। দান করার দিক থেকে একেবারে শীর্ষে আছে রতন টাটার নাম। দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িত টাটা গ্রুপের নাম। সম্প্রতি এক নতুন ব্যবসায় পদার্পণ করতে চলেছেন রতন টাটা, আসুন জেনে নিই সেটি কি।
গাড়ি থেকে শুরু করে জামাকাপড়, আবার ইস্পাত থেকে শুরু করে ওষুধপত্র কিংবা তথ্য প্রযুক্তি-সর্বত্রই বিরাজ টাটা গোষ্ঠীর। দেশের অন্যতম সফল উদ্যোগপতি রতন টাটা এবার কোন নতুন পদক্ষেপ (Tata Group New Business) নিতে চলেছেন? সম্প্রতি একটি বিপুল অংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে।
টাকার অংক এতটাই বেশি যে অবাক হতে হবে আপনাকে। এই চুক্তি স্বাক্ষর করার পর টাটা গোষ্ঠী পদার্পণ করতে চলেছে ফাস্টফুডের জগতে (Tata Group New Business)। তথ্যসূত্রে বহু জল্পনা কল্পনাই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস গ্লোবাল ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
আরো পড়ুন: ভারতীয় মার্কেটে ট্রাভেলারকে টক্কর দিতে এসে গেছে টাটা উইঙ্গার, কত দাম এই গাড়ির
একেবারে গোপন তথ্য মারফত জানা গেছে যে, টিসিএসের সঙ্গে ম্যাকডোনাল্ডসের দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে (Tata Group New Business)। তাহলে কি ফাস্টফুড এর জগতেও রাজত্ব করবে রতন ডাটার কোম্পানি? এই চুক্তির অধীনে টিসিএস ফিলিপিন্সে ৭৬০টিরও বেশি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর তথ্যপ্রযুক্তির কাজ ডিজিটাইজড করবে। পাশাপাশি এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি ফিলিপিন্সে ম্যাকডোনাল্ডসের বর্তমান যে আইটি সিস্টেম রয়েছে, সেটিকেও আপগ্রেড করতে সাহায্য করবে।
ফিলিপিন্সে বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রায় ৫০০০ কর্মী রয়েছে। এই আইটি কোম্পানিটির মার্কেট ক্যাপ বর্তমানে ১৫,৭৩,০০০ কোটি টাকা। টিসিএসের এক একটি শেয়ারের দামই ৪৩৪৭ টাকা। এছাড়া গোটা বিশ্বে ম্যাকডোনাল্ডস হল অন্যতম বড় ফাস্টফুড সার্ভিস সংস্থা। ম্যাকডোনাল্ডসের প্রায় ৪২ হাজারেরও বেশি আউটলেট রয়েছে প্রায় ১০০ টিরও বেশি দেশে।