Tata Group: ৫০ হাজার মানুষের ভাগ্য খুলতে চলেছে রতন টাটার বড় পদক্ষেপে, দীপাবলীর আগেই মিলবে উপহার

Shyamali Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশজুড়ে উৎসবের মেজাজ শুরু হয়ে গিয়েছে। উৎসবের এই মরশুমে প্রত্যেকেই শুনতে চান খুশির খবর। আর সবাই যখন খুশির খবর শুনতে চান তখন রতন টাটার টাটা গোষ্ঠী (Tata Group) দীপাবলির আগেই একটি খুশির খবর নিয়ে হাজির। যে খুশির খবরে দীপাবলীর সময় ৫০ হাজার মানুষের ভাগ্য খুলবে বলে আশা করা হচ্ছে। দীপাবলীর মরশুমেই দেশের মানুষেরা সেই খুশির খবর উপহার হিসাবে পেতে চলেছেন।

Advertisements

রতন টাটার টাটা গোষ্ঠী যে খুশির খবর হিসাবে দেশের মানুষদের উপহার দিতে চলেছে তা হলো কর্মসংস্থান। তাদের একটি বড় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দীপাবলির সময় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা তৈরি হয়েছে। রতন টাটার টাটা গোষ্ঠীর এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই নতুন করে আশার আলো যোগাচ্ছে দেশের মানুষদের মধ্যে।

Advertisements

রতন টাটার টাটা গোষ্ঠী যে পদক্ষেপ নিতে চলেছে তা মূলত iphone তৈরির ক্ষেত্রে। এতদিন পর্যন্ত আইফোন বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু এবার এই আইফোন তৈরি হবে দেশের মাটিতে। সম্প্রতি আইফোন ১৬ লঞ্চ হয়েছে। দিন দিন আইফোনের জাল বৃদ্ধি পাচ্ছে ভারতীয়দের মধ্যে। আর এমন পরিস্থিতিতেই টাটা ইলেকট্রনিক্স iphone তৈরির কাজে নেমেছে। দীপাবলি অর্থাৎ আগামী নভেম্বর মাসে টাটা গোষ্ঠী iphone তৈরির কাজ শুরু করে দেবে।

Advertisements

আরও পড়ুন : Bank Penalty: RBI-এর কোপে দুই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক, জরিমানা খেল ২.৯১ কোটি টাকা

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে তামিলনাড়ুতে ২৫০ একর জমির উপর তৈরি হোসুর প্ল্যান্টে আইফোন তৈরির কাজ করা হবে। এই প্রজেক্টের জন্য টাকা গোষ্ঠী ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। iphone তৈরির কাজ শুরু হয়ে গেলে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানা যাচ্ছে। এমনিতেও এখন ওই প্ল্যান্টে ১৫ হাজার কর্মী কাজ করেন।

ভারতে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে টাটা গোষ্ঠী হল অন্যতম একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কেবলমাত্র নিজেদের মুনাফা দেখেনা, পাশাপাশি দেশের মানুষদের স্বার্থও দেখে থাকে। অন্ততপক্ষে দেশের অধিকাংশ মানুষরা এমনটাই দাবি করে থাকেন। আর এবার এই গোষ্ঠীর হাত ধরেই দীপাবলীর সময় অন্ততপক্ষে ৫০ হাজার মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ আসবে বলেই খুশির খবর।

Advertisements