Advertisements

Apple-এর বাজারে ভারতে যুগান্তকারী বদল আনছে টাটা, শুনলেই চোখ কপালে উঠবে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের টাটাদের উপর ভরসা সব সময় বেশি। যে কারণে টাটাদের সংস্থার তরফ থেকে ভারতে কিছু করা হলেই নাগরিকদের মধ্যে আলাদা উৎসাহ নজরে পড়ে। আসলে টাটাদের উপর এমন দুর্বলতার মূলে রয়েছে তাদের মানসিকতা। তারা যে শুধু ব্যবসা করে কোটি কোটি টাকার মুনাফা লুটে এমন নয়, পাশাপাশি তাদের সামাজিক কাজকর্মে উপকৃত হন দেশের লক্ষ লক্ষ মানুষ।

Advertisements

আইফোন, ম্যাকবুক বিক্রির জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে Apple Store। এই সকল স্টোরগুলিতে প্রায় সারা বছরই কোন না কোন অফার দেওয়া হয়। সুন্দর কাঁচের এই শোরুমগুলি দেখতে এতটাই সুন্দর যে সেগুলিও বিশ্বে খ্যাতি লাভ করতে শুরু করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এরকম যা চকচকে কাঁচের শোরুম থাকলেও ভারতে এখনো পর্যন্ত এই ধরনের কোন শোরুম নেই।

Advertisements

তবে এবার ভারতে এই ধরনের কাঁচের যা চকচকে অ্যাপের শোরুম খোলা হবে খুব তাড়াতাড়ি। এই শোরুমগুলি তৈরি করার দায়িত্বে থাকছে টাটাদের মালিকানাধীন ইনিফিনিটি রিটেল। এই সংস্থার তরফ থেকে টাটাদের ইলেকট্রনিক রিটেল চেন ক্রোমার ব্যবসাও সামাল দেওয়া হয়ে থাকে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, টাটাদের হাত দিয়ে এমন ১০০টি Apple Store খোলার কাজ শুরু হতে চলেছে। গত মাসেই একটি সূত্র থেকে জানা গিয়েছিল, ভারতে iphone তৈরি করার ক্ষেত্রে বিপুল লগ্নী করতে চলেছে টাটা। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, আইফোন এবং ম্যাকবুকের জগতে ভারতে যুগান্তকারী পরিবর্তন আসছে টাটাদের হাত দিয়েই।

এই মুহূর্তে টাটা ইলেকট্রনিক্স তামিলনাড়ুর হসুরে Apple কারখানায় যন্ত্রাংশ সরবরাহ করার কাজ করছে। এর মধ্যেই ভারতে যে ১০০টি অ্যাপেল ষ্টোর খোলার পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে তা এই ব্র্যান্ডের ফোন অথবা ম্যাকবুক যারা চেনেন তাদের জন্য খুশির খবর।

Advertisements