Tata Group Starbucks: আম্বানি, আদানিরা শুধু দেখবে, টাটারা করে দেখাবে! ভারতে কফি স্টোর নিয়ে বিশাল পদক্ষেপ টাটাদের

A joint venture between Tata Group and Starbucks is going to open many new stores in the country: দেশের আর্থিক উন্নতিতে বিভিন্ন শিল্প সংস্থার তুলনায় টাটার অবদান অনেকটাই বেশি। দেশে কফি বাণিজ্যে এক প্রকার বিপ্লব সৃষ্টি করে ফেলেছে টাটা ও স্টারবাকসের (Tata Group Starbucks) যৌথ সংস্থাটি। সম্প্রতি তারা জোট বেঁধেছে বিখ্যাত একটি কফি সংস্থার সঙ্গে। আশা করি নামটা এতদিনে সবার কাছেই জানা হয়ে গেছে। স্টারবাকসের সঙ্গে যৌথভাবে পরিকল্পনা করে তারা প্রতি তিনদিনে দেশে একটি করে কফি স্টোর খুলছে। কি পরিকল্পনা করেছে এই যৌথ সংস্থাটি আসুন জেনে নিই আজকের এই প্রতিবেদনের দ্বারা।

সূত্র মারফত জানা গেছে যে, ২০২৮ সালের মধ্যে গোটা দেশে প্রায় ১০০০ টি স্টোর খোলার পরিকল্পনা করছে এই যৌথ সংস্থা। বর্তমানে অবশ্য এই সংস্থার মোট ৩৯০ টি স্টোর খোলা আছে এই দেশে। তবে এই সংখ্যাকে বৃদ্ধি করার লক্ষ্য পূরণের পথে হাঁটছে টাটা ও স্টারবাকসের (Tata Group Starbucks) যৌথ সংস্থাটি। সম্প্রতি দেশে এসেছিলেন স্টারবাকস কোম্পানির চিফ এক্সিকিউটিভ লক্ষ্মণ নরসিমহান।

তার আগমন দেশের জন্য বড় রকমের লাভজনক খবর নিয়ে এসেছে। স্টোরের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে টাটা স্টারবাকসের কর্মীদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৮ হাজার ৬০০ হবে। এর ফলে দেশে বাড়বে কর্মসংস্থান। টাটা ও স্টারবাকসের (Tata Group Starbucks) যৌথ সংস্থাটির এই উদ্যোগ আমাদের দেশের পক্ষে খুবই লাভজনক। সম্প্রতি বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন 👉 Mukesh Ambani’s Petrol: সস্তায় ইন্টারনেটের পর এবার সস্তায় পেট্রোল! বড় পদক্ষেপ আম্বানির

টাটা স্টারবাকসে উভয়েরই সমান অংশীদারিত্ব রয়েছে। এই উদ্যোগটি প্রথম নেওয়া হয়েছিল ২০১২ সালে। টাটা ও স্টারবাকসের (Tata Group Starbucks) যৌথ সংস্থাটি নিজেদের বাণিজ্যিক প্রসার ঘটাতে চাইছে ছোট শহরগুলোতে। আপাতত দেশের ২ টায়ার ও ৩ টায়ার শহরগুলিতে নতুন নতুন স্টোর খোলার দিকে বেশি নজর দেওয়া হবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমানবন্দর সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টা খোলা থাকবে স্টোর সেই বিষয় নিয়ে ও পরিকল্পনা করেছে এই যৌথ সংস্থাটি। আম্বানি আদানিদের পিছনে ফেলে টাটার এহেন পদক্ষেপ সত্যি বিস্ময়কর।

টাটা ও স্টারবাকসের (Tata Group Starbucks) যৌথ সংস্থাটি বর্তমানে ছড়িয়ে রয়েছে ভারতের ৫৪টি শহরে। উল্লেখিত শহরগুলিতে সংস্থাটির ৩৯০ টিরও বেশি স্টোর রয়েছে। ইতিমধ্যেই এই সংস্থাটি নিজেদের স্টোর ছড়িয়ে ফেলেছে দেশের চারটি বড় মেট্রো শহরে। পাশাপাশি কোম্পানির স্টোরগুলি বেঙ্গালুরু, পুনে, চণ্ডীগড়, আহমেদাবাদ, লখনউ, অমৃতসর, কোচি, লুধিয়ানা, ভোপাল, ইন্দোর, কানপুর, জয়পুর, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, নাসিক, গুয়াহাটি, ভুবনেশ্বর, গোয়া, নাগপুর, জলন্ধরের মতো শহরগুলিতে বিস্তৃতি লাভ করেছে।