যাত্রীদের সুবিধার্থে উড়ানের শুরুতেই নয়া প্রকল্প আনছে টাটা

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : টাটা গোষ্ঠীর হাতে আসতে চলেছে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব। আশা করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের প্রথম মাসেই সমস্ত ভার থাকবে টাটা গোষ্ঠীর হাতে। সঠিকভাবে পরিচালনার জন্য সেই কারণে আগে থেকেই আধিকারিক নিয়োগ থেকে শুরু করে নীল নকশা সমস্তই টাটা গোষ্ঠীর তরফে সম্পন্ন হয়ে গিয়েছে।

Advertisements

টাটা এয়ার ইন্ডিয়ার পরিচালনার দায়িত্ব যাঁর ওপর বর্তাবে তিনি হলেন ফ্রেড রিড। সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফ্রেড রিড হতে চলেছেন এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার।

Advertisements

দেশের প্রথম তথা সরকারি বিমান সংস্থাকে দু’মাস আগেই ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে রতন টাটা ফিরে পাওয়ার পরেই এই সংস্থাকে নিয়ে তাঁর পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

Advertisements

রিডকে এয়ার ইন্ডিয়ার সিইও পদে নিয়োগ করার পেছনে কয়েকটি কারণ রয়েছে। বহুদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে রিডের। পূর্বে তিনি ডেল্টা এয়ারলাইন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছিলেন। ভার্জিন আমেরিকা সংস্থার সিইও পদে তিনি বহুদিন কাজ করেছেন। টাটা গোষ্ঠীর ক্ষেত্রেও রিড যে একেবারে নতুন এমনটা কিন্তু নয়। তিনি আগে তাজ গ্রুপ অফ হোটেলস্ এর সাথেও যুক্ত ছিলেন।

অর্থনৈতিক দায়িত্ব কার ওপর বর্তাবেন এই নিয়ে চিন্তিত ছিল টাটা গোষ্ঠী। নিপুণ আগরওয়াল কে নিযুক্ত করা হচ্ছে মুখ্য আধিকারিক হিসেবে। যিনি বর্তমানে টাটা গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন।

বিমান সংস্থা কিভাবে চলবে, কিভাবে পরিষেবা দেবে, সর্বোচ্চ পরিষেবা দেওয়া, মানসিকতার ক্ষেত্রে বদল আনার লক্ষ্যে ফ্রেড রিডের তত্বাবধানে টাটা গোষ্ঠী একটি ‘১০০ দিনের পরিকল্পনা’ গ্রহণ করতে চলেছে। পরিকল্পনার মাধ্যমে সমস্ত বিষয়কে যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements