Tata Motors: রতন টাটার স্বপ্ন পূরণ, ইভি গাড়ি বিক্রিতে নতুন অধ্যায় লিখল টাটা মোটরস

Prosun Kanti Das

Published on:

Tata Motors has written a new chapter in EV sales: পেট্রোল, ডিজেলের গাড়ি এখন অতীত! ভারতীয় গাড়ির বাজারে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই বাজারে সবথেকে বড় ব্যবসায়ী সংস্থাটি হলো টাটা মোটরস (Tata Motors)। ভারতীয় গাড়ির বাজারে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড ইভি মডেলের গাড়িগুলির হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে টাটা মোটরস। সম্প্রতি এই সংস্থার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন একটি পালক। সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে টাটা মোটরস। শুরুর দিন থেকে আজ অব্দি মাত্র কয়েক দিনের ব্যবধানে ১.৫ লক্ষ্য এভি গাড়ি বিক্রি করেছে এই সংস্থা। বাৎসরিক আয় বৃদ্ধির হার নামতে দেয়নি ৪৮ শতাংশের নিচে।

২০২৩ সালে টাটা মোটরস (Tata Motors) ৫০ হাজার ইভি গাড়ি বিক্রি করেছিল। ২০২৪ সালে সেই সংখ্যাটা অনেক বেড়ে গেছে। বছরের প্রথম ৬ মাসের মধ্যে ইভি গাড়ি বিক্রির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। ২০২৪ এর শুরু থেকে এখনো পর্যন্ত মোট ইভি গাড়ি বিক্রি হয়েছে ৭৩ হাজার ৮০০ টি। টাটা মোটরসের (Tata Motors) তরফ থেকে ৩ টি হ্যাচব্যাক এবং একটি এসইউভি গাড়ি মিলিয়ে মোট ৪ টি মডেলের ইলেকট্রনিক ভেহিকেল বাজারে বিক্রি করা হয়। এই মডেলগুলি হল টাটা পাঞ্চ, টাটা টিয়াগো, টাটা টাইগার এবং টাটা নেক্সন মডেলের ইলেকট্রনিক্স ভেহিকেলস।

খুব শীঘ্রই টাটা মোটরসের (Tata Motors) তরফ থেকে আরও ২ টি নতুন মডেলের ইলেকট্রনিক্স গাড়ি নিয়ে আসা হবে গাড়ির বাজারে। টাটা কার্ভ এবং টাটা হ্যারিয়ার নামক নতুন ইলেকট্রনিক্স গাড়িগুলি ২০২৫ সালের মধ্যেই ভারতীয় গাড়ির বাজার প্রকাশ পেতে চলেছে বলে দাবি করেছে সংস্থা। পেট্রোল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক্স গাড়িগুলির দাম অনেকটাই কম। টাটা মোটরসের (Tata Motors) তরফ থেকে নিয়ে আসা গাড়িগুলির দাম একেবারেই সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হয়। টাটা মোটরসের ইলেকট্রনিক্স গাড়িগুলির দাম শুরু হয় ৭ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে।

আরও পড়ুন 👉 Tata Project: ঘরে বসেই প্রতিমাসে মিলবে ২০ হাজার টাকা! বড় সুযোগ দিচ্ছে টাটাদের এই প্রকল্প

শুধু এটুকুই নয়, প্রাপ্ত সাফল্যের দিকে তাকিয়ে টাটা মোটরসের (Tata Motors) বেশিরভাগ গাড়িকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার পরিকল্পনা করছে সংস্থা। খুব শীঘ্রই এই কল্পনার বাস্তব রূপ দেখতে চলেছে গাড়ি প্রেমীরা। ইতিমধ্যে বেশ কিছু চার্জিং স্টেশন তৈরি করেছে টাটা মোটরস। এই কাজে অবশ্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাহায্য নিতে হয়েছে তাকে। দেশে ইলেকট্রিক গাড়ির চাহিদা যত বাড়বে ততো উন্নতি হতে থাকবে ইলেকট্রিক ভেহিকেলের। একই সাথে গাড়ির বাজারে টাটা মোটরসের ভিত অনেক বেশি মজবুত হবে।

কিছুদিন আগেই টাটা পাঞ্চ ইভি নামে ১ টি নতুন মডেলের ইলেকট্রনিক গাড়ি বের করেছে টাটা মোটরস (Tata Motors)। গাড়িটির দাম রাখা হয়েছে ১০ লাখ ৯৯ হাজার থেকে ১৫ লাখ ৪৯ হাজারের মধ্যে। গাড়িটিকে একবার ফুল চার্জ দিলে এই গাড়িতে করে অনায়াসে পাড়ি দেওয়া যায় ৪২১ কিলোমিটার পথ। এছাড়াও এখনো পর্যন্ত টাটার ইলেকট্রনিক গাড়িগুলির মধ্যে সবথেকে সস্তা মডেল টাটা টিয়াগো। ইলেকট্রনিক্স গাড়িটির দাম ৭ হাজার ৯৯ লক্ষ্য টাকা থেকে শুরু হয়। একবার ফুল চার্জ দিলে এই গাড়িগুলিও ৩১৫ কিলোমিটার যেতে পারে অনায়াসে। তবে টাটা কোম্পানির বিভিন্ন ইলেকট্রনিক্স গাড়ির মধ্যে সবথেকে জনপ্রিয় মডেলটি হলো টাটা নেক্সন ইভি। এই মডেলটির হাত ধরেই ১.৫ লক্ষ্যের মাইলস্টোন ছুঁয়েছে টাটা মোটর। এই গাড়িটির রেটিংও সবথেকে ভালো। একবার ফুল চার্জ দিলে ৪৫৬ কিলোমিটার অব্দি যেতে পারে টাটা নেক্সন ইভি। টাটা নেক্সন ও টাটা পাঞ্চ ইভি মডেল ২ টিতে সুরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে শুধুমাত্র সুরক্ষা ব্যবস্থার জন্যই ৫ স্টার রেটিং দেওয়া হয়েছে এই গাড়িগুলিকে।