ইলেকট্রিক গাড়ির জগতে বিপ্লব আনল TATA! এর থেকে সস্তায় সানরুফ গাড়ি আর হবে না!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে এই ধরনের গাড়ি কেনা মানেই হাতি পোষার সমান। তবে এই পরিস্থিতিতে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনে দিচ্ছে ইলেকট্রিক যানবাহন (Electric Vehicles)। একটু বেশি টাকা খরচ করে যারা ইলেকট্রিক যানবাহন নিজেদের বাড়িতে আনছেন তাদের যানবাহনের পিছনে খরচ অনেক কমে যাচ্ছে।

Advertisements

ইলেকট্রিক যানবাহন কেবলমাত্র যানবাহনের মালিকদের খরচ কমাচ্ছে এমন নয়, এর পাশাপাশি পরিবেশ দূষণের মাত্রা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিন দিন বাড়ছে এবং সেই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ইলেকট্রিক যানবাহন তৈরি করার পিছনে দৌড়াচ্ছে। তবে এরই মধ্যে TATA এমন বর্তমানে যে দামে একটি সানরুফ ইলেকট্রিক গাড়ি নিয়ে এলোতা অন্য কোন সংস্থা দিতে পারবে না!

Advertisements

টাটার তরফ থেকে বাজারে দুটি ইলেকট্রিক গাড়ি আনা হয়েছে আর সেই দুটি গাড়ি হল টাটা অলট্রোজ গাড়ির দুটি ভেরিয়েন্ট। এই দুটি গাড়ির একটি নাম XM এবং XM(S)। এই দুটি ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে টাটার তরফ থেকে দাম রাখা হয়েছে ৬.৯০ লক্ষ টাকা এবং ৭.৩৫ লক্ষ টাকা। এই দুটি গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন সহ ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যা সর্বাধিক ৮৮ পিএস শক্তি এবং ১১৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম।

Advertisements

এর পাশাপাশি একাধিক নতুন ফি ফিচার্স যোগ হয়েছে নতুন এই দুটি গাড়িতে। যে সকল ফিচার্স যোগ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক অ্যাডজাস্টেবেলে এবং ফোল্ডবেল ORVM। অন্যদিকে গাড়ির যে XM(S) ভেরিয়েন্ট রয়েছে সেখানে অতিরিক্ত ফিচারস হিসাবে যুক্ত করা হয়েছে সানরুফ।

ভারতীয় বাজারে এখন যে সমস্ত ইলেকট্রিক গাড়ি রয়েছে তার মধ্যে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি হল টাটার অলট্রোজ। শুধু তাই নয় এই গাড়িতে রয়েছে মতো বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়ার উইন্ডো, কি-লেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা, ক্রূজ কন্ট্রোলের যা অন্যান্য নামিদামি গাড়িকেও হার মানাবে। এখানেই শেষ নয় এই গাড়িতে রয়েছে, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Advertisements