টাটা মোটরস নিয়ে আসছে নতুন ইলেকট্রিক কার, নজরকাড়া লুক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জ্বালানির এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন ব্যবস্থা দিন দিন ব্যয়বহুল হয়ে পড়ছে। তবে এই ব্যয়বহুল পরিবহন ব্যবস্থা থেকে আমজনতা মুক্তি পেতে ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছেন তারা। ইলেকট্রিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সংস্থা ইলেকট্রিক যানবাহন তৈরি করার জন্য উদ্যোগ নিচ্ছে। সেই রকম এবার টাটা মোটরস বাজারে আনতে চলেছে দুর্দান্ত লুকের একটি ইলেকট্রিক কার।

Advertisements

টাটা মোটরসের তরফ থেকে নতুন যে ইলেকট্রিক কারটি লঞ্চ করা হচ্ছে তার নাম হলো TATA avinya EV। দুর্দান্ত লুকের পাশাপাশি এই ইলেকট্রিক কারে এমন এমন সুবিধা দেওয়া হচ্ছে যা কল্পনার বাইরে। ২০২৫ সালের মধ্যে এই গাড়িটি বাজারে নিয়ে আসা হবে বলে আশা প্রকাশ করছে সংস্থা।

Advertisements

সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ইলেকট্রিক গাড়িটির রেঞ্জ অন্ততপক্ষে ৫০০ কিলোমিটারের বেশি হবে। গাড়িটিতে প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি থাকবে বিভিন্ন সেন্সর এবং স্টাইলিশ ফিচার। ভারতীয় বাজারের কথা মাথায় রেখেই এই গাড়ি বাজারে আনা হচ্ছে। টাটা কোম্পানির এই গাড়িতে থাকবে পিওর ইভি থার্ড জেনারেশন আর্কিটেকচার।

Advertisements

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, টাটার এই ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে নিয়ে আসার পাশাপাশি তার বিশ্বের দরবারেও পৌঁছে দেওয়া হবে। তবে টাটার এই ইলেকট্রিক কার আসার আগে আরও একটি ইলেকট্রিক কার তাদের তরফ থেকে ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। যে গাড়িটি নাম টাটা কার্ভ ইভি। আগামী দু’বছরের মধ্যে এই গাড়ি লঞ্চ হয়ে যাবে।

আধুনিক, উন্নত ঝাঁ চকচকে স্টাইলিশ ডিজাইন ছাড়াও এই গাড়িটি হবে প্রিমিয়াম এসইউভি ধরনের। এতে এলইডি লাইটের টি শেপ রাখা হবে। এলইডি স্ট্রিপ দিনের বেলা গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ইন্ট্রিগেটেড এলইডি ডেটাইম রানিং লাইট হিসাবে এই এলইডি স্ট্রিপ ব্যবহার করা যাবে। এছাড়াও এই গাড়িতে অন্যান্য গাড়ি তুলনায় ভিতরে বেশি জায়গা রাখা হবে বলে জানা যাচ্ছে। ডাস্ট প্রটেকশন, আধুনিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার, যাত্রীদের জন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তা, একাধিক কানেক্টিভিটি ফিচার, বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ইত্যাদি নানান ধরনের সিস্টেম রাখা হচ্ছে এই ইলেকট্রিক গাড়িতে। এর পাশাপাশি বিভিন্ন ডিজাইনের স্টিয়ারিং এবং সিট ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরবে।

Advertisements