Tata Car Festival: চলছে গাড়ির উৎসব, টাটা মোটরস দিচ্ছে ব্যাপক ছাড়। সম্প্রতি সারা ভারত জুড়ে গাড়ি উৎসবের (Tata Car Festival) আয়োজন করা হয়েছে। আয়োজক সংস্থা টাটা মোটরসের পক্ষ থেকে একাধিক গাড়ির উপরে ব্যাপক রকম ছাড়ের ঘোষণা করা হয়েছে। টাটা মোটরসের এই ঘোষণা নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়েছে গাড়ির বাজারে। গাড়ি-প্রেমীদের কাছে এই অফার অত্যন্ত আকর্ষণীয়। ১০ শতাংশ বা ২০ শতাংশ নয়, লক্ষাধিক টাকা ছাড়ের অফার করছে টাটা মোটরস।
গাড়ির উৎসব (Tata Car Festival) উপলক্ষে টাটা মোটরসের পক্ষ থেকে তাদের আইসিই ইঞ্জিনযুক্ত গাড়ির মডেলগুলির লাইন আপের ক্ষেত্রে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণা করার পর থেকেই গাড়ি প্রেমীদের মধ্যে শুরু হয় হইচই। কিন্তু টাটার এই আকর্ষণীয় অফারে টেক্কা দিতে এগিয়ে আসে মারুতি সুজুকি। মারুতি একটি নির্দিষ্ট মডেলের জন্য সরাসরি ২.৫০ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করে। এতে টাটার দেওয়া ছাড়ের ঘটনাটি একটু ফিকে হয়ে যায়। তাই টাটা মোটরসের পক্ষ থেকে টেক্কা দেওয়ার জন্য আরও বড় ছাড়ের ঘোষণা করা হয়েছে। টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি ইভি মডেলের লাইন আপের উপর সরাসরি ৩ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে।
টাটা মোটরসের পক্ষ থেকে আয়োজিত এই গাড়ি উৎসবে (Tata Car Festival) মূলত তিনটি গাড়ির উপরেই দেওয়া হবে ছাড়। গাড়িগুলি হল টিয়াগো ইভি, নেসন ইভি এবং পাঞ্চ ইভি। টিয়াগো ইভির বর্তমান বাজার দর ৭.৯৯ লক্ষ টাকা থেকে ১০.৯৯ লক্ষ টাকার মধ্যে রয়েছে। এই গাড়িটিতে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে। পাঞ্চ ইভির দাম রয়েছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে ১৩.৭৯ লক্ষ টাকার মধ্যে। এই গাড়িটির ক্ষেত্রে ১.২০ লক্ষ টাকার ছাড় ঘোষণা করেছে সংস্থা। নেসন ইভি মডেলটির জন্য ১২.৫০ লক্ষ টাকা থেকে ১৬.৩৯ লক্ষ টাকার মধ্যে দাম রাখা হয়েছে। তবে গাড়ি উৎসব উপলক্ষে এই গাড়ির বিক্রয় মূল্যের উপর সরাসরি ৩ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করেছে টাটা মোটরস।
আরো পড়ুন: টাটার গাড়িতে পাওয়া যাচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, বুকিং করুন শীঘ্রই
গাড়ি উৎসব (Tata Car Festival) উপলক্ষে টাটা মোটরসের পক্ষ থেকে দেওয়া এই আকর্ষণীয় অফারটি গ্রাহকদের মন কাড়তে সক্ষম। তবে শুধুমাত্র দাম নয়, টাটা মোটরসের পক্ষ থেকে গাড়ির বিক্রয়ের জন্য আরও একাধিক অফার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রিক গাড়ি গুলির চার্জিং পয়েন্টের সুযোগ সুবিধা। হ্যাঁ ঠিকই পড়ছেন, গাড়ি উৎসব থেকে অফারসহ যারা গাড়ি কিনবেন তাদের জন্য টাটা পাওয়ার প্লাবলিক চার্জিং স্টেশনগুলিতে বিনামূল্যে গাড়ি চার্জ করার সুবিধা দেওয়া হবে। ইলেকট্রিক গাড়ির ক্রয়মূল্য তো কমে যাচ্ছেই, উপরন্ত চার্জের ক্ষেত্র পাওয়া যাচ্ছে ছাড়। এর থেকে ভালো অফার আর কি হতে পারে?
সারাদেশ জুড়ে একাধিক চার্জিং স্টেশন তৈরি করেছে এই সংস্থা। এখনো পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় ৫৫০০ টিরও বেশি চার্জিং স্টেশন তৈরি করেছে টাটা মোটরস। টাটা মোটরসের ৩ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা মারুতি সুজুকির ২.৫০ লক্ষ টাকার ছাড়ের ঘোষণাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে বলা চলে। খুব স্বাভাবিকভাবে এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেছে টাটা মোটরস। তবে গাড়ি প্রেমীদের মধ্যে একাংশ এখনো পর্যন্ত অপেক্ষা করছে। এই প্রতিযোগিতার চক্করে গাড়ি উৎসবে (Car Festival) যদি কোন সংস্থা ৪ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেয় তাহলে বেশ ভালো হয়।