বেড়েছে গাড়ি তৈরির খরচ, এই মডেলগুলির দাম বাড়াচ্ছে TATA, কতকগুলি খুব জনপ্রিয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মত দেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের চাহিদা। একদিকে যেমন বাড়ছে দু’চাকা যানবাহনের সংখ্যা, ঠিক তেমনি আবার পাল্লা দিয়ে বাড়ছে চারচাকা যানবাহনের সংখ্যাও। এই চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত নতুন নতুন নামিদামি গাড়ি লঞ্চ করছে।

Advertisements

ভারতের বাজারে যেসকল চারচাকা গাড়ি বিক্রি হয়ে থাকে সে সকল গাড়িগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো টাটা মোটরসের বিভিন্ন মডেলের গাড়ি। ভারতের বাজারে এই সংস্থার চারচাকা যানবাহনের চাহিদা ব্যাপক থাকার কারণে অনেকেই এই সংস্থার বিভিন্ন মডেলের গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন।

Advertisements

এমন পরিস্থিতিতে যারা টাটা মোটরসের কোন মডেল কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য একটি খারাপ খবর রয়েছে। গাড়ি তৈরীর খরচ দিন দিন বেড়ে যাওয়ার ফলে এই সংস্থার তরফ থেকে বিভিন্ন মডেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। যে সকল মডেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলির মধ্যে বেশ কিছু মডেল রয়েছে খুবই জনপ্রিয়।

Advertisements

সোমবার অর্থাৎ ৭ নভেম্বর থেকে এই সকল বিভিন্ন জনপ্রিয় মডেলের দাম বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। যে সকল মডেলের দাম বৃদ্ধি পেতে চলেছে সেই সকল মডেলগুলি হল Tata Tiago, Punch, Nexon, Harrier ও Safari ইত্যাদি। মডেল এবং ভ্যারিয়েন্টের উপর ০.৯ শতাংশ দাম বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে।

দাম বৃদ্ধি করার কারণ হিসেবে সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, গাড়ি তৈরির খরচ কয়েক মাস ধরেই বৃদ্ধি পেয়েছে। তবে তৈরীর খরচ বৃদ্ধি পেলেও গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দাম বাড়ানো হয়নি। কিন্তু এখন দাম না বাড়ালে গাড়ি তৈরির খরচ সামাল দেওয়া যাবে না। গাড়ি তৈরির খরচের কথা মাথায় রেখেই দাম বৃদ্ধি করা হয়েছে।

Advertisements