Advertisements

Tata Motors New Price: সস্তা টাটার গাড়ি হতে চলেছে দামি, এই নিয়ে তিনবার দাম বাড়াচ্ছে সংস্থা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঘরোয়া ভাবে ব্যবহারের জন্য চার চাকা গাড়ি হোক অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোন যানবাহন কেনার কথা মনে পড়লে প্রথমেই যে সংস্থার কথা মনে পড়ে সেটি হল রতন টাটার সংস্থা টাটা মোটরস (Tata Motors)। কেননা এই সংস্থা মধ্যবিত্তদের বাজেটের মধ্যে বিভিন্ন মডেলের গাড়ি দিয়ে থাকে। তবে এবার টাটা মোটরসের সস্তার যানবাহন হতে চলেছে দামি।

Advertisements

ঘরোয়া ভাবে ব্যবহৃত প্রাইভেট কার থেকে শুরু করে বাণিজ্যিক যানবাহন আলাদা আলাদাভাবে বিক্রি করে থাকে টাটা মোটরস। এছাড়াও এই সংস্থা এখন ইভি অর্থাৎ ইলেকট্রিক যানবাহনের যুগে আলাদা জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে ভারতের বাজারে টাটা মোটরস যেভাবে নিজেদের যানবাহনের জাল বিছিয়েছে তা অন্য কোন সংস্থার নেই বলেই ধরে নেওয়া হয়। তবে এবার যানবাহনের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে নতুন দাম (Tata Motors New Price) ঘোষণা করল সংস্থা।

Advertisements

টাটা মোটরস নতুন করে আগামী ১ জুলাই থেকে তাদের সংস্তায় তৈরি যানবাহনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সংস্থার তরফ থেকে এই প্রথম নয়, বরং চলতি বছর তিনবার তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। মাত্র কয়েক মাসের মধ্যেই তিন তিনবার দাম বৃদ্ধি পাওয়ার ফলে টাটা মোটরসের গাড়ির দাম এখন মহার্ঘ্য হতে চলেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গাড়ির মডেল এবং ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে দাম বাড়ানো হবে।

Advertisements

আরও পড়ুন ? Tata Croma Portable AC: চাকা লাগানো এসি! বেডরুম থেকে কিচেন সব জায়গাতেই ফিট! দুর্দান্ত উপহার টাটাদের

সংস্থার তরফ থেকে গত ১৯ জুন তাদের যানবাহনের দাম বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ২ শতাংশ দাম বৃদ্ধি পাবে। আবার সমস্ত গাড়ির দাম যে ২ শতাংশ বৃদ্ধি পাবে এমনটাও নয়। মোটের ওপর সংস্থার তরফ থেকে গাড়ির দাম নতুন করে বৃদ্ধি করার ফলে গাড়ির এক্স শোরুম প্রাইস বাড়তে চলেছে। এর আগে গত জানুয়ারি মাসে ৩ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছিল, পরে আবার এপ্রিল মাসে ২% দাম বৃদ্ধি করা হয়। জুলাই মাস থেকে নতুন করে আরও ২ শতাংশ দাম বৃদ্ধি পেতে চলেছে।

২% দাম বৃদ্ধি অনেকের কাছে অল্প মনে হলেও কিন্তু তা অল্প নয়। হিসেব অনুযায়ী যদি কোন গাড়ির এক্স শোরুম প্রাইস এখন ৮ লক্ষ টাকা হয় তাহলে জুলাই মাসের ১ তারিখের পর ওই গাড়ির জন্যই এক্স শোরুম প্রাইস দিতে হবে ৮ লক্ষ ১৬ হাজার টাকা। পেট্রোল ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে টাটা মোটরস এখন hyundai, মারুতির মত সংস্থা পর তিন নম্বরে থাকলেও ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে টাটাদের ধারে কাছে নেই কোন সংস্থা।

Advertisements