Advertisements

এক চার্জে ২০০ কিলোমিটার, সস্তায় TATA NANO আসছে ইলেকট্রিক ভার্সনে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ছে। মোটরসাইকেল থেকে চার চাকা প্রতিটি গাড়ির প্রস্তুতকারী সংস্থা ধীরে ধীরে তাদের যানবাহনগুলিকে ইলেকট্রিক ভার্সনে রূপান্তরিত করছে। সেই রকমই এবার সস্তায় বাজারে আসতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক।

Advertisements

টাটা ন্যানো গাড়িটিকেই তৈরি করা হয়েছিল ভারতের মতো দেশের মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে। যে কারণে প্রথম থেকেই এই গাড়ির দাম অনেক সস্তা রাখা হয় যাতে সহজেই মধ্যবিত্তরা তা কিনতে পারেন। এবার ইলেকট্রিক ভার্সনের ক্ষেত্রেও একই রকম চিন্তাভাবনা রেখেছে সংস্থা।

Advertisements

বর্তমানে দেশের এক নম্বর ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল টাটা মোটরস। এই সংস্থাটি ইতিমধ্যেই Nexon EV, Tigor EV, Tiago EV বাজারে এনেছে। সেই রকমই এবার দেশের অন্যতম সস্তার গাড়ি টাটা ন্যানো ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়ার পর তা পুনরায় বাজারে ফিরতে চলেছে ইলেকট্রিক ভার্সনে।

Advertisements

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে টাটা মোটরস তাদের টাটা ন্যানো গাড়িটিকে ইলেকট্রিক ভার্সনে এনে পুনরায় মার্কেটে লঞ্চ করতে চাইছে। ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করার বিষয়ে তাদের কাজের ক্ষেত্রে তোড়জোড় শুরু হয়েছে। এমনকি এই গাড়ির একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

টাটা Nano EV গাড়ি নিয়ে যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা অনুযায়ী মনে করা হচ্ছে এই গাড়িটির দাম এমন রাখা হবে যাতে তা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই যেন থাকে। এর পাশাপাশি জানা যাচ্ছে এই গাড়িটি একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম হবে।

Advertisements