দেশে সবচেয়ে সস্তায় ইলেকট্রিক গাড়ি আনছে টাটা, কি কি থাকছে

নিজস্ব প্রতিবেদন : সবচেয়ে সস্তায় চারচাকা গাড়ি এনে দেশে ঝড় তুলে দিয়েছিল টাটা। আর এবার তারাই সবচেয়ে সস্তায় আনতে চলেছে ইলেকট্রিক গাড়ি। সবচেয়ে সস্তায় টাটা ন্যানো গাড়ির মতো এবার বাজারে আসছে টাটা ন্যানো ইলেক্ট্রিক ভেহিকেল। সম্প্রতি এই গাড়ি নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।

গত দু’দিন আগেই রতন টাটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টাটা ন্যানো গাড়ির ছবি পোস্ট করে খোলসা করেছিলেন, কেন বাজারে সস্তায় এই ধরনের চারচাকা গাড়ি আনার পরিকল্পনা গ্রহণ করেছিল টাটা। এর পাশাপাশি আবার দিন কয়েক আগে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্শন গাড়ির একটি ছবির সঙ্গে দেখা গিয়েছিল রতন টাটাকে। এই থেকেই শুরু হয়েছে নানান কৌতূহল।

টাটা ন্যানো গাড়ির ইলেকট্রিক ভার্সনে কি কি ফিচার থাকতে পারে?

ইলেকট্রিক ভার্সনের এই টাটা ন্যানো গাড়িটির রেঞ্জ হতে পারে ১৬০ কিলোমিটার অর্থাৎ একবার চার্জ দেওয়া হলে এই গাড়িটি ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ইলেকট্রিক গাড়িটি মাত্র ১০ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। এর পাশাপাশি গাড়িটির সর্বাধিক গতিবেগ হবে ঘন্টায় ১১০ কিলোমিটার।

এই গাড়িতে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি। গাড়িতে ব্যবহৃত হবে ৭২ভি আর্কিটেকচার।

ইলেকট্রিক গাড়ি মানেই সাধারণ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি তুলনায় দাম অনেক বেশি। তবে জানা যাচ্ছে টাটা ন্যানো তাদের যে ইলেকট্রিক ভার্সনের গাড়িটি বাজারে আনতে চলেছে তা হবে সবচেয়ে সস্তা গাড়ি। সবচেয়ে সস্তায় এই গাড়ি আনা হচ্ছে ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করার জন্য। তবে সংস্থার তরফ থেকে অফিশিয়ালি গাড়ির দাম এখনো ঘোষণা করা হয়নি। এই গাড়ির দাম ৪ লাখ থেকে ৬ লাখের মধ্যে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে ভারতের বাজারে এই গাড়ি আসার ক্ষেত্রে এখনো বছর দুয়েকের বেশি সময় অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। কারণ সংস্থার তরফ থেকে দেখে নেওয়া হচ্ছে, দেশে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা কোন দিকে এগোচ্ছে তা। মনে করা হচ্ছে এই গাড়ি আসতে সময় লাগবে অন্ততপক্ষে ২০২৫ সাল।