TATA Punch EV comes with a great discount offer: ২০২৪ সালে জানুয়ারি মাসে টাটা কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হয় সব থেকে সস্তা এসইউভি গাড়ি টাটা পঞ্চ ইভি (Discount on TATA Punch EV)। গাড়িটি লঞ্চ করার পর টাটা কোম্পানির অন্যান্য গাড়ি গুলিতে ব্যাপক ছাড় দেওয়া হলেও এই গাড়িটিতে কোনরকম ছাড় দেওয়া হয়নি। এতদিন পর সম্প্রতি টাটা পঞ্চ ইভি গাড়িটি কেনার জন্য আগ্রহী ক্রেতাদের আরো বেশি উৎসাহিতো করতে প্রথমবার এই গাড়িটির উপর ছাড় ঘোষণা করলো কোম্পানি। তাও আবার ১/২ টাকা নয় পঞ্চাশ হাজার টাকা ছাড় ঘোষণা করেছে কোম্পানি।
জানুয়ারি মাসে, গাড়িটি লঞ্চ করার পর টাটা কোম্পানির পক্ষ থেকে পঞ্চ ইভির (Discount on TATA Punch EV) একটি ভেরিয়েন্ট এম্পাওয়ার্ড প্লাস এসএলআর এসি পাঠানো হয়েছিল তাদের ডিলারশিপ গুলিতে। শুরু থেকে আজ অব্দি কোনরকম ছাড় ঘোষণা করা হয়নি। এই গাড়িগুলিতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই মোটা অংকের টাকা ছার ঘোষণা করল কোম্পানি। অনেকে মনে করছেন, ৭.২ কিলোওয়াট এর এসি চার্জার যুক্ত নতুন মডেলটির স্টক ডিলারশিপ এর ঘর থেকে খালি করার উদ্দেশ্যেই এমন আকর্ষণীয় অফার নিয়ে এসেছে টাটা কোম্পানি।
মূলত, গাড়িটির উপর কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট ধার্য করেছে কোম্পানি। কিন্তু ডিলারশিপ এর ডিসকাউন্ট যোগ করে মোট ৫০ হাজার টাকার কাছাকাছি ছাড় পাওয়া যাবে এই গাড়িটি কিনলে টাটা কোম্পানির প্রত্যেকটা ডিলারশিপের ঘরে ৫ থেকে ১০ টি করে এই মডেলের গাড়ি রয়েছে। এই আকর্ষণীয় অফার লাভ হওয়ার পর সেই স্টক খালি হতে পারে এমনই আশা করছে অনেকে। পঞ্চ ইভি গাড়িটির বাজার মূল্য ১৫,৪৯০০০ টাকা ছাড় দেওয়ার পর যা গাড়িটির দাম দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা।
আরও পড়ুন ? Green Energy Fuel: পেট্রোল-ডিজেল অতীত! এবার জলের দরে ছুটবে গাড়ি, নয়া পরিকল্পনা আম্বানির
গাড়িটিতে রয়েছে, ৩৫ কিলোওয়াট পার আওয়ারের ব্যাটারি ব্যাকআপ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে গাড়িটিকে একবার চার্জ দিলে ৪২১ কিলোমিটার অব্দি নির্ঝঞ্ঝাটে পৌঁছে যেতে পারবে গাড়িটি ব্যাটারী চালিত এই গাড়িতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যেমন সান রূপ লেদারেট সিট ইলেকট্রনিক পার্কিং ব্রেক হিল ডিসেন্ট কন্ট্রোল আম্বেন্ট লাইটিং ইত্যাদি এছাড়াও রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ৩৬০ ডিগ্রি ক্যামেরা ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট।
টাটা কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা পাঞ্চ ইভি (Discount on TATA Punch EV) গাড়িটি ব্যাটারি চালিত গাড়ির বাজারে সবথেকে সস্তা হিসেবে পরিচিত। তার উপর উপরি পাওনা হিসেবে ৫০০০০ টাকা অব্দি ছাড় পাওয়া গেলে আর তো কোন কথাই নেই। আপনি যদি গাড়ি প্রেমী হন তাহলে আর অপেক্ষা না করে শীঘ্রই যোগাযোগ করুন টাটা কোম্পানির আউটলেটে। চারিদিকে সেলের বাজারে গাড়িও যদি সস্তায় পাওয়া যায় তাহলে মন্দ কি?