রাজ্যে নতুন কারখানা খুলতে চলেছে TATA, কপাল খুলবে এই জেলার

নিজস্ব প্রতিবেদন : ইতিহাসের দিকে তাকালে দেশের সবচেয়ে ছোট এবং সস্তার গাড়ি TATA Nano -র কারখানা সিঙ্গুর থেকে সরে যেতে বাধ্য হয় জোরদার আন্দোলনের জেরে। যে জোরদার আন্দোলনের মূল অভিভাবক ছিল তৃণমূল। এমনকি এই জায়গা থেকেই রাজ্যে সরকার গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৃণমূল।

সিঙ্গুর থেকে টাটার কারখানা অন্যত্র চলে যাওয়ার পর রাজ্যের বিশিষ্ট মহলের অনেকেই দাবি করেন, অর্থনৈতিক পরিকাঠামোর বিপ্লব বাধা পায় এই কারখানা অন্যত্র সরে যাওয়ার কারণে। তবে সিঙ্গুর থেকে চলে যাওয়া সেই টাটা কারখানার প্রত্যাবর্তন না হলেও নতুন করে টাটার একটি কারখানা তৈরি হতে চলেছে রাজ্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) দাবি অনুযায়ী, এবার ১৫ বছর পর টাটা সংস্থা রাজ্যে প্রত্যাবর্তন করতে চলেছে। টাটা সংস্থার তরফ থেকে কারখানা তৈরি করা হবে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। বুধবার নবান্নে শিল্প বৈঠক চলার সময় এইরকমই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, টাটা হিতাচি ঝাড়খণ্ডের টাটানগর থেকে নিজেদের সংস্থা ছড়িয়ে আনতে চলেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, টাটা নগরের কারখানা তারা বন্ধ করে সেই কারখানা করা হবে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে।

এর পাশাপাশি আরও দাবি করা হয়েছে, টাটা গোষ্ঠীর তিনটি সংস্থা রাজ্যের বিনিয়োগ করতে চলেছে। আগামী ১০ বছরের মধ্যে রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। এই বিনিয়োগের ফলে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। বিভিন্ন সংস্থার কারখানা অর্থাৎ শিল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৮ হাজার একর জমি অধিগ্রহণ করা হবে। যদিও সেই সকল জমি অধিক গ্রহণের ক্ষেত্রে কোথাও কোনো রকম জোর প্রয়োগ করা হবে না।