High-Speed Internet Service: পাত্তা পাবে না জিও, পাত্তা পাবে না এয়ারটেল! ১৫০০০ কোটির চুক্তিতে দ্রুতগতির ইন্টারনেট আনছে টাটা

Antara Nag

Published on:

Tata signed an agreement of 15000 crores with this company to provide High-Speed ​​Internet Service: জীবনটা আজকাল যেন মুঠো ফোনেই বন্দি। প্রায় প্রতিটা মানুষের হাতে একটি করে মোবাইল ফোন অবশ্যই রয়েছে। আর তাতে রয়েছে ইন্টারনেট পরিষেবাও। নতুন প্রজন্মের একাংশ তো মোবাইল বা ইন্টারনেট ছাড়া দিন কাটানোর কথা ভাবতেই পারে না। ইন্টারনেটের এই চাহিদা মেটানোর জন্য রয়েছে একাধিক টেলিকম সংস্থা। ভারত তথা বিশ্বের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল লিমিটেড। এছাড়াও রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন, বিএসএনএলের মত আরও একাধিক টেলিকম সংস্থা। গ্রাহকদের জন্য নিত্যনতুন ফিচারস নিয়ে হাজির হয় এই সংস্থাগুলি। তার মধ্যে অন্যতম হলো দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা (High Speed Internet Service)।

ভারতে বহুল প্রচলিত টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। এটি ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা। কেন্দ্রীয় সরকারের টেলি যোগাযোগ বিভাগ দ্বারা এই সংস্থাটি পরিচালিত হয়। ২০০০ সাল থেকে আজ অব্দি প্রায় ২৪ বছর ধরে একইভাবে পরিষেবা দিয়ে চলেছে সংস্থাটি। বর্তমানে এই সংস্থাটি ল্যান্ডলাইন, মোবাইল ছাড়াও ব্রডব্যান্ড এবং আইপিটিভি পরিষেবা প্রদান করে থাকে। ভারতে এই মুহূর্তে ২ জি, ৩ জি, ৪ জি এবং ৫ জি ইন্টারনেট পরিষেবা প্রচলিত রয়েছে। আপাতত ভারতের সবচেয়ে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা (High Speed Internet Service) হল ৫ জি ইন্টারনেট পরিষেবা। কিন্তু বিএসএনএল এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩ জি পরিষেবা চালু করতে পেরেছে। তবে খুব শীঘ্রই ৪ জি ও ৫ জি পরিষেবা চালু করার চেষ্টা করছে বিএসএনএল।

সারাদেশ জুড়ে ৪ জি নেটওয়ার্ক চালু করার যে উদ্যোগ বিএসএনএল নিয়েছে, সেই উদ্যোগে বিএসএনএলের পাশে এসে দাঁড়িয়েছে টিসিএস। টাটা কনসালটেন্সি সার্ভিস এবং বিএসএনএলের মধ্যে ইতিমধ্যে ১৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মুহূর্তে সারা দেশ জুড়ে ১০০০ টিরও বেশি গ্রামে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা (High Speed Internet Service) পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিএসএনএল ও টিসিএস সংস্থা দুটি। ইতিমধ্যে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিকসের সাথে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করার জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে টিসিএস।

আরও পড়ুন 👉 BSNL 997 Plan: Jio, Airtel কে টেক্কা! বাজার কাঁপাতে সস্তায় ১৬০ দিনের প্ল্যান নিয়ে এলো BSNL

টিসিএস ও বিএসএনএলের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে যুক্ত রয়েছে বেশ কয়েকটি বিষয়। এই চুক্তির উপর ভিত্তি করে ইতিমধ্যে ভারতের ৪ জায়গায় বড় মাপের ডাটা সেন্টার তৈরি করেছে টিসিএস। সারাদেশে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা (High Speed Internet Service) পৌঁছে দেওয়ার জন্য প্রায় ৯ হাজারটিও বেশি টাওয়ার বসানো হয়েছে। এই মুহূর্তে বিএসএনএল ১ লক্ষেরও বেশি জায়গায় ৪ জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। বিভিন্ন জেলা ও মহকুমার অন্তর্গত কার্যালয় গুলির সাথে যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ইতিমধ্যে একটি নেটওয়ার্ক সিস্টেম চালু করেছে বিএসএনএল। এরা সারা ভারতের বিভিন্ন এলাকায় ৪ জি ও ৫ জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।

তবে বিএসএনএলের এই বৃহৎ উদ্যোগে যে শুধুমাত্র টিসিএসই তাকে সাহায্য করছে তা কিন্তু নয়, যুক্ত রয়েছে আরও ২ টি সংস্থা। সরকারি আইটিআই এবং তেজাস নেটওয়ার্কসও সমান ভাবে সহযোগিতা করছে বিএসএনএলকে। এই ২ টি সংস্থার সাথে প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ সারা দেশে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা (High Speed Internet Service) চালু করার জন্য টিসিএস, তেজাস নেটওয়ার্কস এবং আইটিআই মিলে মোট ১৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বিএসএনএল। সবকিছু যদি ঠিকঠাক ভাবে এগোয় তাহলে ২০২৪ এর আগস্ট মাসের মধ্যে ৪ জি নেটওয়ার্ক নিয়ে আসতে চলেছে বিএসএনএল। এই নেটওয়ার্কটিকে এমন ভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে পরিকল্পনামাফিক এগোলে খুব দ্রুত চালু করা সম্ভব হবে ৫ জি নেটওয়ার্ক।