সুখবর, বাংলা সহ ২৬টি টিভি চ্যানেলের দাম কমালো Tata Sky

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যেখানে প্রশ্ন আসে DTH অপারেটর বেছে নেওয়ার, সেখানে অন্যান্যদের থেকে আলাদা যে নামগুলি আসে সেগুলি হলো টাটা স্কাই, ডিশ টিভি এবং এয়ারটেল ডিজিট্যাল টিভি। তবে টাটা স্কাই বর্তমানে দেশের এক নম্বর অপারেটর। এর একটা মূল কারন হলো এই DTH সংস্থাটি গ্রাহকদের বিশেষ বিশেষ সুবিধা দিয়ে থাকে যা অন্যান্য সংস্থা দেয় না। চ্যানেল প্যাক থেকে শুরু করে, STB মূল্য এবং অন্যান্য পরিষেবার উপর ভিত্তি করেই মানুষ অপরেটার বেছে নিচ্ছেন ও এই সকল বিষয়ে বেশকিছু বিশেষ সুবিধা টাটা স্কাই তার গ্রাহকদের দেয়, যার ফলে এটি প্রতিযোগিতার বাজারে অন্যান্য অপরেটরদের থেকে এটি আলাদা। দিন কয়েক আগেই টাটা স্কাই, চ্যানেল সংস্থাগুলি দাম কমানোয় বেশকিছু চ্যানেলের দাম কমিয়ে ১২ টাকা পর্যন্ত করেছিল। গ্রাহকদের সুবিধার্থে তারা আবারও একবার ২৬টি চ্যানেলের দাম কমানোর পদক্ষেপে নিলো।

টাটা স্কাই বর্তমানে যে ২৬ টি চ্যানেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে সেগুলি হল জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কান্নাডা, জি তামিল ও জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, নাট জিও ওয়ার্ল্ড, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালারস, কালারস কান্নাদা ও সোনি ম্যাক্স, স্টার মা, স্টার জাইশা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, স্টার স্পোর্টস ১ বাংলা ও স্টার স্পোর্টস ফার্স্ট।

Telecom Talk এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, জি নেটওয়ার্কের যে সমস্ত চ্যানেলগুলি আগে সমস্ত রকম ট্যাক্স সহ দিতে হতো ২২.৪২ প্রতিমাসে সেগুলি এখন দিতে হবে ১৪.১৬ টাকা হিসাবে।যদিও এই অফার কত দিন পর্যন্ত উপলব্ধ রয়েছে তা সংস্থার তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আবার এই অফার শেষ হওয়ার পর পুরাতন খরচই বহন করতে হবে গ্রাহকদের।