Tata Sky-এর অভিনব পরিষেবায় আপনার TV আপনার হাতের মুঠোয়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যেখানে প্রশ্ন আসে DTH অপারেটর বেছে নেওয়ার ক্ষেত্রে, সেখানে অন্যান্যদের থেকে আলাদা যে নামগুলি আসে সেগুলি হলো টাটা স্কাই, ডিশ টিভি এবং এয়ারটেল ডিজিটাল টিভি। বর্তমানে টাটা স্কাই দেশের এক নম্বর অপারেটর। এর একটা মূল কারন যে এই DTH সংস্থাটি গ্রাহকদের বিশেষ বিশেষ সুবিধা দিয়ে থাকে যা অন্যান্য সংস্থা দেয়না। চ্যানেল প্যাক থেকে শুরু করে, STB মূল্য এবং অন্যান্য পরিষেবার উপর ভিত্তি করেই মানুষ অপরেটার বেছে নিচ্ছেন এবং এই সকল বিষয়ে বেশকিছু বিশেষ সুবিধা টাটা স্কাই তার গ্রাহকদের দেয়, যার ফলে এটি প্রতিযোগিতার বাজারে অন্যান্য অপরেটরদের থেকে এটি আলাদা। এই সব সুবিধার মধ্যে একটি বিশেষ সুবিধা হলো টাটা স্কাই ওয়াচ, যার জন্যও অনেক মানুষ এটিকে বেছে নিচ্ছেন।

টাটা স্কাই ওয়াচ এমন একটি পরিষেবা যা ব্যবহারকারীদের তাদের পছন্দের চ্যানেল এবং তাদের প্রিয় টিভি শো ইন্টারনেটের মাধ্যমে দেখার সুবিধা দেয়। টেলিভিশনের পর্দার বাইরেও গ্রাহকরা তাদের পছন্দের অনুষ্ঠানগুলি দেখতে পারেন। এটা খুব স্বাভাবিক বিষয় যে বর্তমানের ব্যস্ত জীবনে টেলিভিশন স্ক্রিনের সামনে বসে পছন্দের অনুষ্ঠানগুলিকে দেখা সবসময় সম্ভব হয় না।সেক্ষেত্রে টাটা স্কাই ওয়াচের সাহায্যে গ্রাহকরা সেই অনুষ্ঠানগুলি ফোন, ল্যাপটপ বা অন্যান্য মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে দেখতে পারেন।

টাটা স্কাই ওয়াচের সুবিধা

টাটা স্কাই ওয়াচ সার্ভিসের সুবিধা হ’ল এটি টাটা স্কাই গ্রাহকদের ইন্টারনেট অথবা মোবাইলে টাটা স্কাই অ্যাপের মাধ্যমে পছন্দের অনুষ্ঠানগুলি দেখার সুবিধা দেয়।এটি টাটা স্কাইয়েরই অন্য একটা মাধ্যম যেখানে অ্যাপলিকেশনে লগ অন করে গ্রাহকরা সরাসরি টিভি, OTT, চলচ্চিত্র ইত্যাদি দেখতে পারবেন এবং এটি টাটা স্টাই পরিষেবার অন্তর্ভুক্ত হওয়ায় গ্রাহককে আলাদাভাবে কোনো অ্যাপলিকেশন ডাউনলোড করতে হয় না।

এছাড়াও টাটা স্কাই ওয়াচ ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারেন। এই পরিষেবায় গ্রাহকরা বিগত সাত দিনের পছন্দের অনুষ্ঠানের কোনো অংশ বাদ দিয়ে থাকলে সেটিও মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে দেখতে পারবেন।

কিন্তু এই টাটা স্কাই ওয়াচের কিছু সীমাবদ্ধতা আছে।এক্ষেত্রে বলা যায় যে চ্যানেলগুলোর জন্য গ্রাহক সাবসক্রাইব করেছেন কেবলমাত্র সেই চ্যানেলের অনুষ্ঠানগুলিই গ্রাহক মোবাইল বা ল্যাপটপে দেখতে পারবেন। টাটা স্কাই ওয়াচে কেবল সেই চ্যানেলগুলো দেখা যাবে যে চ্যানেলগুলো গ্রাহক সাবসক্রাইব করেছেন। এছাড়া আরো কিছু বিষয় আছে যেমন প্রিমিয়াম ব্যানারের অধীনে থাকা সিনেমাগুলো দেখার জন্য গ্রাহককে অতিরিক্ত টাকা দিতে হবে।