মানবিক সিদ্ধান্ত রতন টাটা’র, করোনায় মৃত কর্মীদের পরিবার পাবে আজীবন বেতন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রতন টাটা নামটাই মানবিকতার জন্য যথেষ্ট। দিনের পর দিন এই মানবিকতা প্রমাণ করে আসছে টাটা গোষ্ঠী। সম্প্রতি তাদের নয়া ঘোষণায় আবারও তা প্রমাণিত হলো। টাটা গোষ্ঠীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানানো হয়েছে, তাদের টাটা স্টিল সংস্থায় কর্মরত অবস্থায় কোনো কর্মী করানো আক্রান্ত হয়ে প্রাণ হারালে তার পরিবারকে আজীবন বেতন দেওয়া হবে। পাশাপাশি আরও একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।

Advertisements

Advertisements

বর্তমান পরিস্থিতিতে নিজেদের কর্মী এবং তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য টাটা গোষ্ঠীর এই ঘোষণা মানবিকতার অনন্য নজির সৃষ্টি করলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements

দিন কয়েক আগেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতের আরও একটি সংস্থা বোরোসিল। তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সংস্থার যেসকল কর্মীরা কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালে তাদের পরিবারকে আগামী দুই বছর বেতন দেওয়া হবে। তবে টাটা গোষ্ঠী নজির সৃষ্টি করল আজীবন বেতন ঘোষণা দেওয়ার ঘোষণায়।

সংস্থার ঘোষণা থেকে জানা যাচ্ছে, টাটা স্টিল গোষ্ঠীর কোন কর্মী কর্মরত অবস্থায় করণা আক্রান্ত হয়ে প্রাণ হারালে ওই কর্মীর পরিবার ওই কর্মীর বয়স ৬০ বছর অর্থাৎ অবসরকালীন সময় পর্যন্ত প্রতি মাসে নির্ধারিত বেতন পাবে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি আরও অন্যান্য সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

[aaroporuntag]
ঘোষণায় বলা হয়েছে, কর্মীর প্রাণহানির পরেও ওই কর্মীর পরিবার আগের মতোই আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকবে। পাশাপাশি মৃত কর্মীর সন্তানদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার সমস্ত খরচ বহন করবে সংস্থা।

Advertisements