Tata EV Charging Station: বায়ু দূষণ রোধে বড় সিদ্ধান্ত টাটা সংস্থার, দেড় বছরে বদলে যাচ্ছে ভারতের চিত্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata EV Charging Station: আজকাল পরিবেশ দূষণ একটা বড় সমস্যা হয়ে উঠেছে। এবার পরিবেশ দূষণ রোধ করতে বড় সিদ্ধান্ত টাটার। দেশের অন্যতম গাড়ি নির্মাণ করা সংস্থা এবার আরও বেশি ইলেকট্রিক মোবিলিটিতে ঝোঁক দিচ্ছে। যা পরিবেশের দূষণ কমাতে কার্যকরী। বৈদ্যুতিক গাড়ির গ্রহণ যোগ্যতা বাড়াতে আগামী দেড় বছরের মধ্যে দেশ জুড়ে ২২ হাজার নতুন চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। ইতিমধ্যেই এই বিষয়ে ৬টি চার্জিং পয়েন্ট অপারেটর এবং দুটি অয়েল মার্কেটিং সংস্থার সাথে আলোচনা সেরেছে টাটা। এই পরিকল্পনা যদি সফল হয় তবে দেশ থেকে এক ধাক্কায় অনেকটা দূষণ কমে যেতে চলেছে।

Advertisements

সম্প্রতি বিভিন্ন মনুষ্যসৃষ্ট কারণে দূষণের মাত্রা বৃদ্ধি পরিবেশবিদদের চিন্তা বাড়াচ্ছে। বর্তমানে দিল্লির দূষণের পরিমাণ গোটা দেশে চিন্তার মেঘ ধরাচ্ছে। দেশের বড় বড়ো শহরগুলির দূষণের মাত্রা আরো বেশি চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। তবে শুধু বড় বড় শহরগুলো নয় দেশের একাধিক ছোট শহরেও বাড়ছে দূষণ। একই সাথে বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। তবে বৈদ্যুতিক গাড়ি কিনলে রাস্তায় বেরিয়ে চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় থাকছেই। বিশেষ করে ছোট শহরগুলিতে এই সমস্যা বেশি থাকায় এবার চার্জিং স্টেশন তৈরির পথে হাঁটছে টাটা (Tata EV Charging Station)। এর ফলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের যেমন সুবিধা হবে তেমনই উপকৃত হবে পরিবেশ।

Advertisements

ভারী শিল্প নিয়ন্ত্রক দপ্তরের তরফে জানানো হয়েছে যে গত বছর দেশের ছোট শহরগুলিতে বৈদ্যুতিক গাড়িতে চার্জিং নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে ৯৬ শতাংশ। ফাস্ট চার্জিং স্টেশনের মধ্যে ৫৯ শতাংশ রয়েছে এই সব ছোট ছোট শহরগুলিতে। যা সরাসরি দেশজুড়ে বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের ঝোঁক বাড়ার ইঙ্গিত দেয়। এই অবস্থায় টাটার (Tata EV Charging Station) চার্জিং নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত দেশের চার্জিং পরিকাঠামো আরও উন্নতি করবে বলে ধারণা।

Advertisements

আরও পড়ুন:7 New Vande Bharat7 New Vande Bharat: উদ্বোধন হবে আরও ৭টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কোথায়, কবে বিস্তারিত এই প্রতিবেদনে

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী দেশের ছোট শহরগুলিতে গত বছরের তুলনায় এবছর বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। গাড়ি বিক্রির পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৮ শতাংশ। এই বৃদ্ধির হার কার্যত পিছনে ফেলে দিয়েছে দেশের প্রথম শ্রেণীর শহরগুলোকে। দেশের মধ্যে সবচেয়ে বেশি চার্জিং পয়েন্ট রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলায় বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এত বৃদ্ধি পাওয়ায় জিরো এমিশন মোবালিটি। যার ফলে পরিবেশ দূষণ কমেছে অনেকটাই।

দেশ জুড়ে যেভাবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করার প্রবণতা বাড়ছে তাতে দেশ জুড়ে আরও বেশি বাড়াতে চলেছে টাটা সংস্থাটি (Tata EV Charging Station)। দেশের সমস্ত বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদেরই রাস্তায় বেরোলে চিন্তা থাকে যে গাড়ির চার্জ কতক্ষন চলবে। এবার এই দুশ্চিন্তার অবসান করে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে দেশ জুড়ে ২২ হাজার চার্জিং নেটওয়ার্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে এই ভারতীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।

Advertisements