TISS: চাকরি নিয়ে টানাটানির মাঝেই টাটাদের বড় পদক্ষেপ, হাঁফ ছেড়ে বাঁচলেন ১১৫ জন

Prosun Kanti Das

Published on:

Tata Trust maintained contractual teachers and non-teaching staff of TISS by paying Rupees: বেশ কয়েকদিন ধরেই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সস প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের ছাঁটাই নিয়ে চলছিল তীব্র আলোচনা। অবশেষে এই ছাঁটাই নোটিশ থেকে রেহাই পেলেন (TISS) শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। প্রত্যাহার করা হলো ওই ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের চুক্তি বাতিলের নোটিশ। সমাধান সূত্র বের করতে আলোচনায় বসে টাটা এডুকেশনাল ট্রাস্ট। কি সমস্যার সমাধান এল?

প্রসঙ্গত, ১৯৩৬ সালে ডিমড বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয় টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। যে বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন করে থাকে ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই TISS বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ইউজিসি নির্দেশিকা অনুসারে সোসাইটি দ্বারা। চুক্তির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হয়। যে শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের বেতন প্রদান করে থাকে টাটা ট্রাস্ট। কিন্তু সম্প্রতিক ফান্ডের ঘাটতিতে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক ছাঁটাইয়ের।

রিপোর্ট অনুযায়ী, যেসব শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের চুক্তির শেষ তারিখ ছিল ৩০শে জুন সেইসব শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ইনস্টিটিউশন তরফে। তবে সাম্প্রতিক সেই ছাঁটাই সিদ্ধান্ত স্থগিত রাখা হয় (TISS)। টাটা এডুকেশনাল ট্রাস্টের এক বৈঠকে বের করা হয় সমস্যার সমাধান।

আরও পড়ুন 👉 Ratan Tata: হাজার হাজার কোটি টাকার সম্পত্তি! তবুও কেন রতন টাটার নাম আম্বানি আদানিদের মতো নেই ধনকুবেরদের তালিকায়?

বৈঠকের আলোচনায় সমস্যার সমাধানে টাটা এডুকেশনাল ট্রাস্ট জানায়, এখনই ছাঁটাই করা হবে না চুক্তি শেষ হয়ে যাওয়া শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাস্ট তরফে আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তারা অর্থ প্রদান করবে। ট্রাস্টের নির্দেশ অনুযায়ী আপাতত স্থগিত রাখা হবে তুলজাপুর, গুয়াহাটি, মুম্বাই এবং হায়দ্রাবাদ এই চার ক্যাম্পাসের কর্মীদের চুক্তি।

সূত্রের খবর, শুক্রবার উপরে উল্লেখিত চারটি ক্যাম্পাস থেকে ১০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। যার মধ্যে ৫৫ জন শিক্ষাকর্মী ও ৬০ জন অশিক্ষক কর্মী ছিল। এই চার ক্যাম্পাসের মধ্যে গুয়াহাটির ক্যাম্পাসেরই প্রায় অর্ধেক শিক্ষাকর্মী চাকরি হারা হতে যাচ্ছিল। যে শিক্ষাকর্মীদের মধ্যে অধিকাংশই এই প্রতিষ্ঠানের সাথে বহুদিন ধরে যুক্ত ছিল। মূলত টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডের অভাবেই এই ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে এই নোটিশ বাতিল করা হয়েছে (TISS)। TISS জানিয়েছে, এখনই কোনো ছাঁটাই হবে না। টাটা ট্রাস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ প্রদান করবে।