Tata Airbus: টাটাদের বড় পদক্ষেপ, এবার দেশের মাটিতেই তৈরি করবে হেলিকপ্টার

Tata will manufacture helicopters in the country in collaboration with Airbus: টাটা গ্রুপের নাম শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও এই গ্রুপ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বের নামিদামি কোম্পানির মধ্যে ভারতীয় এই কোম্পানিটি নিজের স্থান অধিকার করেছে নিজের দক্ষতায়। সম্প্রতি টাটার একটি পদক্ষেপ বিশ্ব দরবারে তার মানকে আরো বাড়িয়ে তুলল। ভারতে অসামরিকক্ষেত্রে যে সমস্ত হেলিকপ্টার ব্যবহার করা হবে তা তৈরি করার জন্য জোট বাঁধলো টাটা গ্রুপ ও ইউরোপিয়ান অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস (Tata Airbus)। টাটার এই উদ্যোগ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের মিশনকে আরো উন্নত করবে।

একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, এই পরিকাঠামো তৈরি করতে লেগে যাবে ২৪ মাস সময়। ২০২৬ সাল থেকেই শুরু হয়ে যাবে H125 এর মেড ইন্ডিয়া ভার্সন তৈরির কাজ। তবে এর উৎপাদনের স্থান নির্ধারণ করবে এয়ারবাস (Tata Airbus)। দেশের জন্য এর থেকে খুশির খবর আর হতেই পারে না।

এয়ারবাস (Tata Airbus) ও টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড একযোগে যে উদ্যোগ নিচ্ছে তা সত্যিই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেকেই হয়তো জানেন যে, টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড হল টাটা গ্রুপের সহযোগী একটা সংস্থা। H-125 হেলিকপ্টার তৈরিতে বড় উদ্যোগ নেবে এই দুই সংস্থা। নামে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এবার থেকে শুরু হবে এই হেলিকপ্টার তৈরির কাজ।

আরও পড়ুন 👉 Ratan Tata’s Animal Hospital: রতন টাটার মানবিক মুখ, পশুদের জন্য ১৬৫ কোটি টাকার হাসপাতাল, তৈরি হল এই জায়গায়

টাটা গ্রুপের উদ্যোগে প্রথমবার এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম যৌথভাবে হেলিকপ্টার তৈরি করা হবে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দুদিনের সফরে ভারতে এসেছেন। তার ভারতে আসার মূল কারণ হলো সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া। বড় ঘোষণাটি ঠিক সেই সময় করা হয়েছে। এদিকে এই প্রকল্প বাস্তবে শুরু হলে ভারতে হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে নয়া দরজা খুলে যাবে।

এয়ারবাসের (Tata Airbus) সিইও গুইলাউমে ফাউরি কি বলেছেন এই প্রসঙ্গে? একটি দেশ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে হেলিকপ্টার। নতুন এই হেলিকপ্টার শুধুমাত্র যে নতুন ইন্ডিয়ার প্রতীক হিসাবেই থাকবে এমনটা নয়, সেই সঙ্গেই ভারতের বাজারে হেলিকপ্টারের জন্য একটা বড় দরজা খুলে যাবে। টাটার সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার তৈরি করার কাজ সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ভারতের উন্নতির ক্ষেত্রে এই পদক্ষেপ দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো।