শেয়ার বাজার কাঁপাতে আসছে টাটাদের আইপিও, বড়লোক হওয়ার দারুণ সুযোগ

Antara Nag

Published on:

Advertisements

একটি বড় সুখবর রয়েছে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য। এমত অবস্থায় আপনি যদি বাজার থেকে মোটা অংকের টাকা আয় করতে চান তাহলে প্রায় ১৯ বছর পর রতন টাটা (Ratan Tata) আপনাকে দিচ্ছে এক বিরাট সুযোগ। জানা যাচ্ছে রতন টাটা (Ratan Tata) প্রায় ১৯ বছর পর আনছে IPO। আর এই IPO-র মাধ্যমে কোম্পানি প্রায় ৩৫০০ থেকে ৪০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।

Advertisements

বাজারে শীঘ্রই আসতে পারে Tata Motors-এর সহযোগী প্রতিষ্ঠান Tata Technologies। ইতিমধ্যেই টাটা গ্রুপ (Tata Group) এই আইপিওর জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ২ জন উপদেষ্টা নিয়ে কাজ করছে এই সংস্থাটি এই সময়। সেইসঙ্গে জানা গিয়েছে, ভবিষ্যতে আরও একজন উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে।

Advertisements

কোম্পানির বোর্ড মিটিংয়ে বলা হয়, আইপিওর মাধ্যমে টাটা টেকের কিছু শেয়ার বিক্রির প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। কোন নির্ধারিত তাড়াতাড়ি ঠিক করা হয়নি, আইপিওর জন্য। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছে শুধু কোম্পানি।

Advertisements

একটি সূত্রের খবরে জানানো হয়েছে বৃহস্পতিবার ড্রাফট পেপার জমা করেছে টাটারা। এর আগে ডিসেম্বরে, টাটা মোটরসের (Tata Motors) কমিটি একটি আইপিওর (IPO) মাধ্যমে টাটা টেকের কিছু অংশ বিক্রির প্রস্তাবে গ্রিন সিগন্যাল দিয়েছিল। এবার সেই পেপার জমা দিল টাটারা। এই আইপিওর মাধ্যমে ৯৫,৭০৮,৯৮৪ ইক্যুইটি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানির মোট পরিশোধিত শেয়ার মূলধনের ২৩.৬০ শতাংশ। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ইস্যুটি, অফার ফর সেল হিসেবেই হবে।

টাটা টেকনোলজিসে টাটা মোটরসের ৭৪.৪২ শতাংশ শেয়ার রয়েছে। একইভাবে, ৮.৯৬ শতাংশ শেয়ার আলফা টিসির কাছে এবং ৪.৪৮ শতাংশ টাটা ক্যাপিটাল গ্রোথ ফান্ডের কাছে শেয়ার রয়েছে। টাটা মোটরস এই আইপিও-র মাধ্যমে ৮১,১৩৩,৭০৬ ইক্যুইটি শেয়ার বিক্রি করবে। আলফা টিসি হোল্ডিংস ৯,৭১৬,৮৫৩ ইক্যুইটি শেয়ার বিক্রি করবে এবং টাটা ক্যাপিটাল ৪,৮৫৮,৪২৫ টি শেয়ার বিক্রি করবে।

Advertisements