TATA vs Ambani: এই ব্যবসায় টাটাদের রমরমা বাজার! দেখেশুনে চরম হিংসা আম্বানিদের, নিলেন নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম হল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিস (Reliance Industries), রতন টাটাদের টাটা গ্রুপ (Tata Group)। এছাড়াও বিভিন্ন সংস্থা ভারতে রমরমা ব্যবসা চালাচ্ছে। তবে বিভিন্ন কারণে মানুষের মুখে মুখে টাটা ও রিলায়েন্সের নাম শোনা যায়। এবার এই দুই সংস্থার মধ্যে একটি ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাবে বলেই মনে করা হচ্ছে।

আসলে কোনরকম বিজ্ঞাপন বা অন্য কোন প্রচার না করেই দিন কয়েকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জুডিও (Zudio)। এটি টাটাদের একটি কাপড়ের ব্যবসা। এই ব্যবসায় এত অল্প সময়ের মধ্যে টাটা গোষ্ঠী এমন জনপ্রিয়তা অর্জন করবে তা হয়তো তাদের কাছেই ছিল অজানা। কিন্তু কোনরকম বিজ্ঞাপন ছাড়াই অল্প সময়ের মধ্যে কম দাম ও টেকসই জিনিসপত্র দিয়ে এই ব্যবসা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

টাটাদের তরফ থেকে ইতিমধ্যেই দেশজুড়ে এখনো পর্যন্ত ৪২২টি জুডিও স্টোর খোলা হয়েছে। আর এসব দেখেই রীতিমতো হিংসা হচ্ছে আম্বানিদের। তারা এবার টাটা গোষ্ঠীর মতো এমন ব্যবসায় রমরমা ব্যবসা করতে, টাটা গোষ্ঠীকে টেক্কা দিতে ব্রিটেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাইমার্কের সঙ্গে চুক্তি করতে চলেছে। ইতিমধ্যেই এই চুক্তির পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে একটি স্বাক্ষর হয়েছে বলেও জানা যাচ্ছে। রিলায়েন্স বিদেশি প্রাইমার্কের সঙ্গে জামা কাপড়ের এমন ব্যবসায় নামলে প্রতিদ্বন্দিতা আরও বাড়বে।

আরও পড়ুন 👉 Tata Cancer Medicine: শরীরে ফিরে আসবে না ক্যান্সার, জেনে নিন টাটাদের ১০০ টাকার সেই ওষুধের নাম

প্রাইমার্ক হল ব্রিটেনের একটি জনপ্রিয় সংস্থা। ৫৫ বছর ধরে তারা তাদের ব্যবসায় জনপ্রিয়তা ধরে রয়েছে। এই সংস্থা সস্তায় জামা ও জুতো ব্রিটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে। এমন একটি সংস্থা দীর্ঘদিন ধরে ভারতে ব্যবসা শুরু করার জন্য মুখিয়ে ছিল। এসবের পরিপ্রেক্ষিতেই রিলায়েন্সের মতো একজন সঙ্গী পাওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভারতের বাজারে নিজেদের ব্যবসা শুরু করতে চলেছে বলেই জানা যাচ্ছে।

ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ইতিমধ্যেই বহু সংস্থা জামাকাপড় এবং জুতো সহ এই ধরনের ব্যবসায় নামতে শুরু করেছে। এর ফলে এতদিন পর্যন্ত একচেটিয়া ভাবে ব্যবসা চালানো বিভিন্ন সংস্থা রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ছে। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং প্রাইমার্ক যৌথভাবে ব্যবসা শুরু করলে কড়া চ্যালেঞ্জের মুখে কেবলমাত্র টাটাদের জুডিও নয়, পাশাপাশি ল্যান্ডমার্ক গ্রুপের ব্রান্ড ম্যাক্স ও শপার্স স্টপকেও পড়তে হবে।