‘সায়নীর পাশে মমতা, দেখুন মমতার পাশে কে?’ ভিডিও দেখিয়ে খোঁচা তথাগতর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অভিনেত্রী সায়নী ঘোষ ও মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের লড়াইয়ের মাঝে মঙ্গলবার ঢুকে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার একটি সভা মঞ্চ থেকে তিনি নাম না করে তথাগত রায়কে তোপ দিয়ে বলেন, “ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত লাগিয়ে দেখাক তো।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে এটাও বলতে শোনা যায়, “বয়স হয়ে গেলেও ভিমরতি যায় নায়। নাতনির বয়সী মেয়েকে ধমকাচ্ছে।”

Advertisements

Advertisements

এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সায়নী ঘোষের পাশে দাঁড়াতেই তথাগত রায় সায়নী ঘোষের একটি পুরাতন ভিডিও পোস্ট করে লেখেন, ‘সায়নীর পাশে মমতা! আহা, দেখে বড় ভালো লাগলো! আর এই দেখুন মমতার পাশে কে?’ প্রশ্ন হল কি রয়েছে ভিডিওতে? সায়নী ঘোষ কি এমন করেছেন যাতে তথাগত রায় সরাসরি প্রশ্ন তুললেন, এই দেখুন মমতার পাশে কে?

Advertisements

আসলে তথাগত রায় যে ভিডিওটি পোস্ট করেছেন সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে সায়নী ঘোষকে একটি মঞ্চে বক্তব্য রাখতে। যেখানে তিনি অনিকের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, “অনিক দা বলেছিলেন প্রথমবার একটা ফিল্ম ফেস্টিভেল দেখছি যেখানে কোন ছবির পোস্টার নেই। শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার।” এর পরেই সায়নী প্রশ্ন ছুড়ে দেন, “ভুল কিছু বলেছে? ভুল তো কিছু বলেনি তো। বলে নি তো।” এর পরেও তিনি বলেন, “এটাতো দেখছে সবাই। গায়ে লাগছে কিন্তু সবাই চুপ করে বসে আছে। কোন সভ্য দেশে এটা হয় না। আর মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কথা কেটে বলেন, দিস ইজ নট মাই সাবজেক্ট।”

আর এই ভিডিওটিই তথাগত রায় তুলে ধরে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘সায়নীর পাশে মমতা, এই দেখুন মমতার পাশে কে?’ রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন তথাগত রায় খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিতে চাইছেন, ‘মুখ্যমন্ত্রী সায়নীর পাশে দাঁড়ালেও, সায়নী কিন্তু সেই পাত্রী নন যেমনটা মুখ্যমন্ত্রী ভাবছেন।’ কারণ এই সায়নী ঘোষকেই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।

Advertisements