দরকার নেই পুলিশ ভেরিফিকেশনের, ৩ দিনে মিলবে পাসপোর্ট, রইল আবেদন পদ্ধতি

Antara Nag

Published on:

Advertisements

এমন অনেক মানুষ আছেন যারা বেড়াতে যেতে ভালোবাসেন কিন্তু পাসপোর্ট না থাকায় যেতে পারছেন না ভারতের বাইরে। আবার অনেকে অফিস বা কাজের চাপে পাসপোর্ট বানানোর আবেদনও করে উঠতে পারছেনা ঠিক সময়ে। আবার অনেকে আবেদন তো করছেন কিন্তু আটকে যাচ্ছে পুলিশ ভেরিফিকেশনে। তবে এবার বাড়িতে বসেই বানাতে পারবেন পাসপোর্ট, তাও আবার মাত্র তিন দিনে। জানতে হলে পরে নিন এই প্রতিবেদনটি।

Advertisements

পাসপোর্ট হাতে পাওয়ার জন্য বেশি কিছুই করতে হবে না। তবু মাত্র তিন দিনেই পেয়ে যাবেন নতুন পাসপোর্ট। কিন্তু এটি পেতে গেলে আপনাকে তৎকাল পাসপোর্ট-এর জন্য আবেদন করতে হবে। পাসপোর্ট সেবা নামের ওয়েবসাইট থেকে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারেন।পাসপোর্ট ইন্ডিয়া বেশ কিছু তথ্য প্রকাশ করেছে যেখানে বলা আছে যে, আবেদন জমা দেওয়ার পরে আপনার নথিগুলি যাচাই করে দেখা হবে। আর আপনার আবেদন চূড়ান্ত অনুমোদন পেলে তিন দিনেই আপনি পেয়ে যেতে পারেন আপনার পাসপোর্ট। এর পাশাপাশি পুলিশি ভেরিফিকেশনের ঝামেলাও থাকবে না।

Advertisements

কারা তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করার যোগ্য?

Advertisements

নাগাল্যান্ডের বাসিন্দা ছাড়া দেশের প্রায় সব নাগরিকই তৎকাল পাসপোর্ট-এর জন্য আবেদন করতে পারবেন। এমনকি ছোটরাও তৎকাল পাসপোর্ট-এর জন্য আবেদন করার যোগ্য। তবে এর জন্য বেশ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। তৎকাল পাসপোর্টে আবেদনের জন্য অতিরিক্ত নথি ভেরিফিকেশন করতে হয়। তিন থেকে সাত দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যেতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে কত দিনের মধ্যে পাসপোর্ট চাই, সেটি আবেদনের মধ্যে উল্লেখ করতে হবে।

কোন কারণে আপনার তাড়াতাড়ি পাসপোর্ট চাই, সেটি উল্লেখ করে আপনাকে আবেদনের সঙ্গে সমস্ত তথ্য জমা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর তৎকাল পাসপোর্টের আবেদন করলে সম্পূর্ণ ভাবে পুলিশ ভেরিফিকেশন এড়িয়ে যেতে পারবেন না। পাসপোর্ট ইস্যু করার আগে বা পরে পুলিশ ভেরিফিকেশন করা হবে কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাসপোর্ট অফিসার।

তৎকাল পাসপোর্ট আবেদনের আনুমানিক খরচ কত?

সাধারণ পাসপোর্টের আবেদনের অনলাইন ফি ১৫০০ টাকা। আর তৎকাল পাসপোর্ট এর আবেদনের জন্য আপনাকে দিতে হবে ২০০০ টাকা। আর আপনি অনলাইনে আবেদন করলে পাসপোর্ট সেবা ওয়েবসাইট থেকেই এই ফি জমা দিতে হবে। আর আবেদন করার পরে আপনাকে নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রের অ্যাপয়েনমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে ওই অফিসে পৌঁছে যেতে হবে। ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের জন্য ৩৫০০ টাকা ও ৪০ পাতার তৎকাল পাসপোর্টের জন্য ৪০০০ টাকা দিতে হবে আপনাকে।

Advertisements