নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের তরফ থেকে Income tax ওয়েবসাইটের সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। তবে এই পরিবর্তন করার সাথে সাথেই তৈরি হয়েছে বিপুল সমস্যা। যে সমস্যার কারণে আয়কর রিটার্ন জমা দিতে ইচ্ছুক নাগরিকরাও তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এক্ষেত্রে একটি পদ্ধতিতে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন।
করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন পদ্ধতি নিয়ে এলো পোস্ট অফিস। নতুন এই পদ্ধতি অনুসারে পোস্ট অফিসের কমন সার্ভিসেস সেন্টারে এই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। নিজেদের টুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া পোস্ট। আর এই ঘোষণার পরেই আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচলেন করদাতারা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
পোস্ট অফিসের এই সিএসসি কাউন্টার ব্যবহার করা হয়ে থাকে পোস্টাল, ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স পরিষেবার জন্য। এই কাউন্টারের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কেও জানতে পারেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা এই সকল কাউন্টারের উপলব্ধিতে বিপুল সুবিধা পেয়ে থাকেন। যেখানে আমজনতাকে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পরিষেবা দেওয়া হয়ে থাকে।
পোস্ট অফিসের সিএসসি কাউন্টার ছাড়াও করদাতারা নিজেদের আয়কর রিটার্ন জমা করতে পারেন আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in -এ লগইন করেও। তবে সমস্যাটা হলো যেদিন থেকে এই নতুন ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে সেদিন থেকেই বিপুল সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওয়েবসাইটের দায়িত্বে থাকা ইনফোসিসকে সতর্কও করেন। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সেই সমস্যা মেটে নি।
Now no need to travel far to file your income tax returns. You can easily access income tax return services at your nearest post office CSC counter. #AapkaDostIndiaPost
— India Post (@IndiaPostOffice) July 14, 2021
তবে ওয়েবসাইটে দায়িত্বে থাকা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যার তারা সমাধান করে ফেলবেন। এই ওয়েবসাইটে সমস্যা থাকার কারণে আয়কর রিটার্ন জমা দেওয়া ছাড়াও আরও একাধিক কাজের ক্ষেত্রে সাধারণ মানুষকে সমস্যায় ভুগতে হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা।