TCS কর্মীদের জন্য সুখবর, বেতনের সঙ্গে মিলবে বাড়তি টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের শিল্প জগতে যে সকল সংস্থা রয়েছে তাদের মধ্যে টাটা হল অন্যতম একটি সংস্থা। টাটা সংস্থা কেবলমাত্র মুনাফা অর্জনের জন্য দেশের মাটিতে ব্যবসা করে এমন নয়। এই টাটা সংস্থাকে বছরভর নিজেদের কর্মীদের পাশে থাকার পাশাপাশি দেশের মানুষের আপদে-বিপদে পাশে থাকতে দেখা যায়।

Advertisements

এবার এই টাটা সংস্থার টাটা কনসাল্টিং সার্ভিসে যে সকল কর্মীরা কাজ করেন তাদের জন্য একটি সুখবর দেওয়া হল সংস্থার তরফ থেকে। যেকোনো কর্মীদের কাছে বেশি টাকা পাওয়ার খবরের থেকে বেশি সুখবর আর কিছু হতে পারে না। এবার এই টাটা কনসাল্টিং সার্ভিস সংস্থা তাদের কর্মীদের জন্য বাড়তি টাকা দেওয়ার সেই ঘোষণা করে দিল।

Advertisements

এই সুযোগ করে দেওয়ার ফলে টিসিএস কর্মীরা মাসে বেতনের পাশাপাশি পাবেন ভ্যারিয়েবল পে অর্থাৎ আপনার পারফর্মেন্সের উপরে ভিত্তি করে অতিরিক্ত টাকা। এই ভ্যারিয়েবল পে গত জুন মাস থেকে বাকি ছিল। তবে মঙ্গলবার টিসিএস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৬ লক্ষেরও বেশি কর্মীদের ১০০ শতাংশ ভ্যারিয়েবল পেআউট দেওয়া হবে।

Advertisements

সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, সি৩এ, সি৩বি, সি৪ সহ একাধিক গ্রেডের ভ্যারিয়েবল পে বকেয়া ছিল গত জুন মাস থেকে। এই ভ্যারিয়েবল পে বকেয়া ছিল অ্যাসিস্টেন্ট কনসাল্টেন্ট, অ্যাসোসিয়েট কনসাল্টেন্ট ও কনসাল্টেন্ট পদে যারা রয়েছেন তাদের। এই বকেয়া টাকা আগস্ট মাস শেষ হওয়ার আগেই কর্মীদের দিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, এই ভ্যারিয়েবল পে নিয়ে ইনফোসিস, উইপ্রোর সংস্থাগুলির কর্মীদেরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেই জানা যাচ্ছে। জুন মাসে ইনফোসিস তাদের সংস্থার অপারেটিং মার্জিনের চাপ থাকার কারণে ৭০% কর্মীকে এই ভ্যারিয়েবল পে দেয়। অন্যদিকে উইপ্রো তাদের কর্মীদের মেল করে জানিয়েছে, সি ব্যান্ড অথবা তার উপরে থাকা কর্মীরা এবার ভ্যারিয়েবল পে পাবেন না।

Advertisements