Teacher recruitment: প্রাথমিকের আটকে থাকা নিয়োগের জট কাটবে এবার, প্রকাশ করা হলো গুরুত্বপূর্ণ তথ্য। প্রাথমিককে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকদিন ধরেই সমস্যা চলছে। পরপর প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। এবার সেই সমস্ত জট কাটতে পারে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক উভয় ক্ষেত্রেই নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। ২০১৭ সাল থেকে যে নিয়োগ প্রক্রিয়া একের পর এক বাধার কারণে আটকে রয়েছে সেই সমস্যার সমাধান হতে পারে খুব শীঘ্রই। স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মনে জাগছে আশার আলো। অনেকদিন ধরে তারা এই সুখবরটি শোনার জন্য দিন গুনছেন। এবার হয়তো অপেক্ষার অবসান হবার পালা।
২০০৯ সাল থেকে প্রাথমিকের পরীক্ষা নিয়ে চলছে সমস্যা। একের পর এক আইনের জটিলতার মুখে পড়ে আটকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, একাধিক আইনি জটিলতা এবং তার সাথে সমানতালে হয়েছে দুর্নীতি। সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে সমস্যা। আর সেই সমস্যার যাতা কলে পড়ে ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। যাদের এই সমস্ত আইনি জটিলতার অথবা দুর্নীতির সাথে কোন রকম যোগাযোগ ছিল না। কিন্তু সকলের মাঝে পড়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদেরও। কিন্তু এবার হয়তো সেই সমস্যা সমাধান হবার পালা। শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশ অনুযায়ী খুব শীঘ্রই নিয়োগ (Teacher recruitment) হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।
২০১৭ সালে একটি টিচার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ফল প্রকাশের পর থেকে শুরু হয় আইনি জটিলতা। ১৭ সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া আয়োজন করা সম্ভব হয় ২০২২ সালে। চার বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সব কাজ। ২০২২ সালে ইন্টারভিউ নেবার পর বেশ কয়েকজন প্রার্থীকে বিভিন্ন স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু তারপর আবারও বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজ। কিন্তু আবারো হয়তো সেই নিয়োগ প্রক্রিয়া চালু হবার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: ৪০ টাকার কম প্রিমিয়াম দিয়ে মিলল ২ লক্ষ টাকা, বিধবা ঝুমার মুখে ফুটল হাসি
সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল তার উপর ভিত্তি করে দ্বিতীয় দফার লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী, নিযুক্ত করা হবে শিক্ষক শিক্ষিকাদের (Teacher recruitment)। ২০২৪ সালের ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন একটি নোটিশ জারি করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে। দ্বিতীয় দফা তালিকা প্রকাশ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই তালিকা অনুযায়ী, কাউন্সিলিংয়ে ডেট দেওয়া হয়েছিল ২১-৮-২০২৪ এবং ২২/৮/২০২৪ তারিখে।
যে সমস্ত প্রার্থীরা ওই দুইদিন কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজস্ব জেলা নির্ধারণ করেছিলেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জেলার অফিসে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। ১৪ ই অগাস্টের পর ২৮ শে অগাস্ট এই নতুন নির্দেশ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে কাউন্সিলিংয়ে প্রাপ্ত প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে ডিপিএসসিতে। প্রত্যেকটি জেলার ডিপিএসসিতে নির্দিষ্ট প্রার্থীদের নাম পাঠানো হয়ে গেছে। এখন প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের পছন্দের জেলার সংশ্লিষ্ট ডিপিএসসি অফিসে যোগাযোগ করার নির্দেশ দিচ্ছে সরকার। এরপরই এরপরই সরাসরি নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকাদের (Teacher recruitment)