Teacher Recruitment: বহু মানুষ এমন আছেন যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন। সরকারি চাকরি পাওয়ার আশায় তারা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই স্বপ্ন অধরাই থেকে যায়। বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। দীর্ঘ অপেক্ষার পরও যোগ্য চাকরি পায় না বহু ছেলেমেয়ে। যারা উপযুক্ত চাকরির খোঁজ করছেন তারা এই প্রতিবেদনটি অবশ্যই পড়বেন। এখানে উল্লেখ করা আছে এমন একটি চাকরি যা বদলে দেবে আপনার ভাগ্য।
দীর্ঘদিন যদি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার অপেক্ষার দিন এবার শেষ। আজকের এই প্রতিবেদনটি সেইসব চাকরিপ্রার্থীদের জন্য উপযুক্ত যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন সরকারি চাকরির জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন যে, কেন্দ্রীয় বিদ্যালয় বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করবে। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নং -1 আইআইটি খড়গপুর বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। তবে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই ভালো।
প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নং-1 আইআইটি খড়গপুর, শিক্ষকদের একটি প্যানেল (Teacher Recruitment) (PGT, TGT, PRT, বালভাটিকা শিক্ষক/নার্সারি শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, গেমস, আর্ট প্রশিক্ষক, যোগ প্রশিক্ষক, নৃত্য প্রশিক্ষক, বিশেষ শিক্ষাবিদ এবং কাউন্সেলর) বিভিন্ন বিষয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠদানের জন্য খণ্ডকালীন চুক্তিভিত্তিক। দৈনিক প্রয়োজনের ভিত্তিতে 2025-26 শিক্ষাবর্ষের জন্য নিয়োগ দেওয়া হবে।
আবেদন করার তারিখ
১৩.০২.২০২৫ এবং ১৪.০২.২০২৫ তারিখে আগ্রহী প্রার্থীরা (Teacher Recruitment) এই চাকরির জন্য আবেদন জমা দিতে পারেন।
আরও পড়ুন: হাতে নেই আর বেশি সময়, আজই আবেদন করুন মেট্রো রেলে চাকরির জন্য
কোথায় দেখা যাবে এই বিজ্ঞপ্তি?
বিদ্যালয় অফিসে নির্ধারিত প্রফর্মায় প্রয়োজনীয় নথিপত্র সহ বিদ্যালয় লাইব্রেরির ওয়েবসাইটে উপলব্ধ হবে এই বিজ্ঞপ্তি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইট www.iitkharagpur.kvs.ac.in বা https://librarykviitkgp.blogspot.com/2025/01/walk-in-interview-for-part-time.html। উক্ত ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করুন এবং নিয়োগের নিয়ম পড়ুন।
কবে হবে ইন্টারভিউ?
সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ১৩.০২.২০২৫ (বিবিধ শিক্ষক) এবং ১৪.০২.২০২৫ (PGTS, TGTS, এবং PRTS) সকাল ০৯.৩০ থেকে বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিশদ সময়সূচী অনুযায়ী।
কেন্দ্রীয় সরকারের এই চাকরি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অর্থাৎ বেতন, বয়সসীমা ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেকেরই জানার ইচ্ছা থাকবে তারা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখুন।