নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন খেলা হবে। আর সেই খেলা হবে স্লোগানকে কেন্দ্র করেই আবার গান বেঁধেছেন তৃণমূলের আর এক যুবনেতা দেবাংশু। যে গান এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিয়ে বাড়ি থেকে অন্যান্য সামাজিক অনুষ্ঠান, দল মত নির্বিশেষে অনেকেই এই গানে নিজেদের কোমর দোলাচ্ছেন। আর এবার এই গানে কোমর দোলাতে ছাড়লেন না শিক্ষক-শিক্ষিকারাও।
রবিবার বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূল শিক্ষক সেলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি সম্মেলন হয়। যে সম্মেলনের মূল কান্ডারী ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সম্মেলনে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল নিজের বক্তব্য পেশ করেন, কেন্দ্র এবং গেরুয়া শিবিরের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন। আর এরপরই শুরু হয় লোকগীতি আঙ্গিকে বর্তমানের বহুল প্রচলিত সেই ‘খেলা হবে’ গান। আর যাতেই কোমর দোলালেন তৃণমূল শিক্ষক সেলের শিক্ষক শিক্ষিকারা। শুধু শিক্ষক-শিক্ষিকারা কোমর দোলালেন এমনটা নয়, পাশাপাশি তালে তাল মেলালে অনুব্রত মণ্ডলও।
রবিবার অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগানের আঙ্গিকে বাঁধা গানে শিক্ষক-শিক্ষিকাদের এই কোমর দোলানো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ এই গানের তালে এর আগেই বিয়ে বাড়িতে নববধূ থেকে অন্যান্যদের নাচতে দেখা গেছে। দেখা গেছে পূজার বিসর্জনে নাচানাচি করতে। তৃণমূলের মহিলা কর্মীদের সম্মেলনেও এমন নাচ চোখে পড়েছে। তবে শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে এমন নাচ এই প্রথম।
[aaroporuntag]
শিক্ষক-শিক্ষিকাদের ‘খেলা হবে’ গানের তালে নাচে যেমন প্রথম ঠিক তেমনই রবিবার যেভাবে খোশমেজাজে দেখা যায় অনুব্রত মণ্ডলকে তাও সচরাচর খুব নজরে এসেছে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ভাঙতে ভাঙতে যে পর্যায়ে চাপের সম্মুখীন সেই পর্যায়ে অনুব্রত মণ্ডলের এমন খোশমেজাজকেও বেশ তাৎপর্যমণ্ডিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।