নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আওতায় থাকা শিক্ষক-শিক্ষিকারা যাতে সহজেই নিজেদের এলাকায় বদলি পান তার জন্য চালু করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল (Utsashree)। এই পোর্টাল চালু হওয়ার পর রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকার খুব সহজেই নিজেদের পছন্দের জায়গায় ইতিমধ্যেই বদলি নিয়েছেন। তবে গত মাস ধরেই বন্ধ রয়েছে এই পোর্টালটি। পোর্টালটি বন্ধ থাকার কারণে যাদের সত্যিই বদলি প্রয়োজন তারা অসুবিধার মুখে রয়েছেন। যে কারণে কবে ফের এই পোর্টাল খুলবে (Utsashree Roepen) তার দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে যখন রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকারা তাদের বদলির আবেদন নিয়ে সমস্যায় রয়েছেন তখন এই মামলা পৌঁছেছে আদালতে। আদালতে এই মামলা গড়ানোর পর রাজ্য শিক্ষা দপ্তরকে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর সেই সকল প্রশ্নের মুখোমুখি হওয়ার পরিপ্রেক্ষিতে এবার খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
অনলাইন এই পোর্টাল বন্ধ থাকার পর আগেই আদালতের তরফ থেকে অফলাইনে আবেদনকে আইনি বৈধতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা একটি মামলার পরিপ্রেক্ষিতে অফলাইনে আবেদনকে আইনি বৈধতা দেন। তবে শুধু অফলাইন নয়, অনলাইনেও আবেদন খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদ যা জানিয়েছে তাতে এমনটাই স্পষ্ট।
আরও পড়ুন ? Data Entry Job: মাস ফুরোলেই মিলবে ১১ হাজার টাকা, ডেটা এন্ট্রি জানলেই কাজের সুযোগ মুর্শিদাবাদে
বদলির বিষয়ে অনলাইন পোর্টাল পুনরায় খোলা নিয়ে পরবর্তী মামলার শুনানি রয়েছে আগস্ট মাসে। তবে তার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আদালতে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই পোর্টাল খুলে দেওয়া হবে। যদিও কবে থেকে এই পোর্টাল পুনরায় খোলা হবে তা এখনো জানানো হয়নি। যে কারণে আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে ঠিক কবে থেকে এই পোর্টাল পুনরায় খোলা হবে?
যদিও এই পোর্টাল কবে খোলা হবে তা পুরোপুরি ভাবে নির্ভর করছে রাজ্য সরকারের উপর। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সূত্রে জানা গিয়েছে, অনলাইন পোর্টাল বন্ধ থাকার পর ইতিমধ্যেই অফলাইনে প্রচুর আবেদন জমা পড়েছে বদলির জন্য। সেক্ষেত্রে বেশ কিছু তথ্য বা নথি প্রয়োজন। সেই সকল নথি না মেলা পর্যন্ত বদলির আবেদন কার্যকর করা যাচ্ছে না। এসবের পরিপ্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে ওই অনলাইন পোর্টাল তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কিছু মন্তব্য করা না হলেও আদালতের তরফ থেকে বারবার এই পোর্টাল চালু করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাপ দিচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতেই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য অনলাইন পোর্টাল উৎসশ্রী খুলে দেওয়া হতে পারে।