বড় মানবিকতার পরিচয় দিলেন শামি, চোখের সামনে দুর্ঘটনা দেখেই ছুটে গেলেন প্রাণ বাঁচাতে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বোলিংয়ে আগুন ঝরিয়েছিলেন টিম ইন্ডিয়ার পেসর মহঃ শামি (Mohammed Shami)! তার এইভাবে জ্বলে ওঠার পর তাকে নিয়ে দেশজুড়ে শুরু হয় প্রশংসা। দেশের কোটি কোটি মানুষ তার বোলিংয়ে পাগল হতে শুরু করেন। তবে সেই মুহূর্তেই দেখা যায় তার বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) একটি প্রশ্ন তোলেন। যে ঘটনা নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক।

মহঃ শামির আগুন ঝরানো বোলিং দেখে যখন দেশের মানুষরা তাকে মাথায় তুলছেন সেই সময় হাসিন জাহান বলেছিলেন, ভালো খেলোয়াড়ের মতো ভালো স্বামী হলে তার এবং তার মেয়ের জীবন অনেক সুন্দর হতো। এই প্রশ্ন তোলা মানে শামির মানবিকতা, শামির চরিত্র সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠে যায়। তবে হাসিন জাহানের সেই প্রশ্ন কতটা সঠিক তা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ রয়েছে। কেননা এরই মধ্যে এবার শামির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে তার মানবিকতার পরিচয় পাওয়া যায়।

সম্প্রতি শামির যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি তার খেলায় পারফরম্যান্সের থেকেও অনেক বেশি মন জয় করে নিয়েছে দেশের মানুষদের। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহম্মদ শামির সামনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর তিনি কিভাবে ছুটে গিয়েছেন দুর্ঘটনা গ্রস্ত ওই গাড়ির যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য। এই ভিডিওটি সেই সময় ভাইরাল যখন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন।

ভিডিওটি দেখে যা মনে করা হচ্ছে তাতে বিশ্রামে থাকার সময় হয়তো শামি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন আর সেই সময়ই তিনি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এমন ঘটনার পর ওই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হলে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্ডিয়ার স্টার ক্রিকেটার মহঃ শামি। এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, ওই ব্যক্তি ভাগ্যবান। দ্বিতীয় জীবন পেলেন।

এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গা সম্পর্কে ভিডিওতে বিবরণ দিয়েছেন শামি। সেই বিবরণ থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে নৈনিতালে। শামি লিখেছেন, ‘নৈনিতালের কাছে হিল রোড থেকে ওই গাড়িটি নিচে পড়ে গিয়েছিল। আমাদের সামনেই এই ঘটনাটি ঘটেছিল। ঘটনা দেখতে পেয়েই আমরা ছুটে যাই এবং দ্রুত ওই গাড়ি থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই।’ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধার করার পাশাপাশি ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসাও করছেন মহঃ শামি।