Team India Prize Money: ঘুম উড়ল পাকিস্তানের! বিশ্বকাপ জিতে ১২৫ কোটি টাকা পাবেন রোহিতরা, কে কত পাবেন?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : টিম ইন্ডিয়া (Team India) শেষবার আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। যেবার ছিল প্রথম আইসিসি টি২০ ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতা। এরপর আবার ২০১১ সালে টিম ইন্ডিয়া জয় করেছিল ৫০ ওভারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু তারপর কেটে গিয়েছে ১৩ বছর। শুধু তাই নয়, ১১ বছর পর টিম ইন্ডিয়া পেল কোন আইসিসি ট্রফি। স্বাভাবিকভাবেই ১১ বছরের এই খরা কাটিয়ে ঘরে কাপ আনতেই বড় পুরস্কার প্রাপ্তি রয়েছে রোহিতদের।

১১ বছর কাটিয়ে টিম ইন্ডিয়া নিজেদের ঘরে আইসিসি ট্রফি আনার পুরস্কার তা শেষমেষ ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। আবার সেই পুরস্কার মূল্য (Team India Prize Money) এক-দু’টাকার নয় একেবারে ১২৫ কোটি টাকার। এই টাকার সঙ্গে কিন্তু আইসিসি টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার পুরস্কার মূল্য মেশালে হবে না। কেননা ওই ২০.৪২ কোটি টাকা আলাদাভাবেই আইসিসির তরফ থেকে পাবে টিম ইন্ডিয়া। আর বিসিসিআই সম্পূর্ণ আলাদাভাবে ১২৫ কোটি টাকা দিচ্ছে টিম ইন্ডিয়াকে।

টিম ইন্ডিয়াকে কেবলমাত্র বিসিসিআই এত টাকা পুরস্কার দিচ্ছে তা শুনে রীতিমতো রাতের ঘুম উড়েছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের। এই প্রসঙ্গে পাকিস্তানের এক নেটিজেন নিজেদের দেশেরই পাকিস্তান সুপার লিগকে খোঁচা দিয়েছেন। তিনি খোঁচা দিয়ে জানিয়েছেন, ‘এত টাকায় ২৫ টি পিএসএল আয়োজিত হয়ে যাবে’। স্বাভাবিকভাবেই পাকিস্তানের মতো দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে খেলোয়ারদের মধ্যে এই বিপুল টাকার অংক শুনে কিছুটা হলেও জ্বলন ধরবে।

আরও পড়ুন 👉 Team India: ১১ বছর পর বিশ্বজয়, যে পথে কাপ আসলো ঘরে

শুধু পিএসএল নয়, এত টাকায় আইসিসিও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মতো একটির বেশি প্রতিযোগিতা আয়োজন করতে পারবে। কেননা এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সব পুরস্কার মিলিয়ে যা টাকার অংক ছিল তা হল প্রায় ৯৩.৭ কোটি টাকা। যদিও বিসিসিআই যে টাকা টিম ইন্ডিয়াকে দিচ্ছে সেই টাকা তাদের কাছে একেবারেই নস্যির মতো। কেননা বিসিসিআই যে পরিমাণ টাকার মালিক তা বিশ্বের অন্য কোন দেশের ক্রিকেট বোর্ডের নেই বললেই চলে।

টিম ইন্ডিয়ার জন্য জয় শাহ এমন বিপুল টাকার পুরস্কার মূল্য ঘোষণা করলেও অবশ্য কাকে কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে তা আলাদা করে কিছু জানাননি। বোর্ডের তরফ থেকেও আলাদা করে কিছু জানানো হয়নি। এমনকি এই বিপুল পরিমাণ টাকা খেলোয়াড় থেকে শুরু করে কোচ, স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে কিনা সেই বিষয়েও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে ১২৫ কোটি টাকা যে টিম ইন্ডিয়া অর্থাৎ রোহিতরা বিসিসিআইয়ের থেকে পাচ্ছেন তা নিশ্চিত জয় শাহর ঘোষণা।