Techno Phantom Ultimate: টিপলেই বড়! আজব স্মার্টফোন তৈরি করে ফেলল এই সংস্থা

The Techno Phantom Ultimate can be enlarged at the press of a button: বর্তমানে প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই ফোন রয়েছে এবং সেগুলোর বেশিরভাগ অংশই স্মার্ট ফোন। পুরোনো দিনের বোতাম ওয়ালা ফোনগুলো এখন প্রায় দেখা যায় না বললেই চলে। মানুষ ধীরে ধীরে মুঠোফোনের ভিতরে বন্দী হয়ে যাচ্ছে। মানুষ ফোনকে নয়, ফোন মানুষকে ব্যবহার করছে বললেও ভুল হবে না। মানুষের জীবনে ফোনের চাহিদা যত বাড়ছে, ফোনের কোম্পানিগুলো তত বেশি নিত্য নতুন ফিচারস দিয়ে তাদের কোম্পানির ফোনকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে প্রতিনিয়ত। আজ এমনই এক ফোনের খবর নিয়ে চলে এসেছি। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এমন এক স্মার্টফোন, চোখের নিমিষে যার আকার পরিবর্তন করা সম্ভব। না এটা কোন কল্প বিজ্ঞান নয় এটাকে বাস্তবে রূপায়িত করেছে টেকনো ফ্যান্টম আল্টিমেট (Techno Phantom Ultimate)।

টেকনো কোম্পানিটি বরাবরই নতুনত্বের খোঁজ দিয়ে থাকে। একটি ইভেন্টে এই চীনা ব্র্যান্ডটি টেকনো ফ্যান্টমের প্রোটোটাইপ ছাড়াও আরো বেশ কিছু মডেলের প্রদর্শন করে। কিছুদিন আগে অব্দিও যেগুলো ধারণার পর্যায় ছিল, সেগুলি এখন বাস্তবে পরিণত হয়েছে টেকনোর এই নতুন স্মার্টফোন টেকনো ফ্যান্টোম আলটিমেটের হাত ধরে।

টেকনো ফ্যান্টাম আলটিমেটের (Techno Phantom Ultimate) সাধারণ স্কিনের আয়তন ৬.৫৫ ইঞ্চি কিন্তু একটি সামান্য বোতাম টিপলেই সেটা পরিণত হচ্ছে 7.11 ইঞ্চির একটি স্ক্রিনে অর্থাৎ, ফোনটির পাশ থেকে একটি ৭.১১ ইঞ্চি স্ক্রিন দেখা যাচ্ছে। যেটা ভিডিও গেম বা কোন মুভি দেখার ক্ষেত্রে খুব সহায়তা করতে পারে। স্ক্রিন সংকোচন প্রসারণ হতে সময় লাগছে ১.৩ সেকেন্ড।

আরও পড়ুন 👉 Low Range 5G Jio Smartphone: ফের বড় ধামাকা আম্বানির, এবার জলের দরে Jio আনছে 5G স্মার্টফোন

কোম্পানি জানিয়েছে যে, টেকনো ফ্যান্টম আলটিমেট (Techno Phantom Ultimate) এর উপরে এখনো কাজ চলছে। এর সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ার সাথে আরো বেশ কিছু ফিচার এই ফোনে রয়েছে যেগুলি বেশ আকর্ষণীয়। খুব শীঘ্রই এই ফোনটিকে বাজারে সর্ব সাধারনের জন্য আনা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমান সময়ে নিত্য নতুন ফোন আবিষ্কার হওয়ার পাশাপাশি সফটওয়্যার গুলোরও আপডেটের প্রয়োজন পড়ে টেকনো ফ্যান্টম আল্টিমেট (Techno Phantom Ultimate) সে ক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে এই ফোনটির স্ক্রিন সংকোচন প্রসারণ এর পাশাপাশি অ্যাপগুলি বা ইউজার ইন্টারফেস নিজে থেকেই এডজাস্ট হয়ে যায়।