জীবনের তোয়াক্কা না করে প্রবল বন্যায় ভেসে যাওয়া কুকুরকে বাঁচালেন পুলিশকর্মী

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশু পাখিদের মধ্যে কুকুরকে বহু সময় লক্ষ্য করা যায় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচাতে। তবে এবার এক পুলিশকর্মীকে দেখা গেল নিজের জীবনের তোয়াক্কা না করে প্রবল বন্যায় ভেসে যাওয়া এক কুকুরকে বাঁচাতে। ঘটনার সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়ে পড়ে।

Advertisements

এমন ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। সেখানকার এক হোম গার্ড এমন ঝুঁকি নিয়ে একটি কুকুরকে বাঁচিয়েছেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর স্রোতে বয়ে চলেছে একটি নদী এবং তার মধ্যে আটকে একটি কুকুর।

Advertisements

এইভাবে ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মুজিব নামে এক হোম গার্ড ওই কুকুরটিকে বাঁচানোর জন্য উদ্যত হয়। এমনকি ওই কুকুরটিকে উদ্ধার করার জন্য একটি জেসিবি মেশিনের ব্যবস্থাও করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুজিব খুব সাবধানে আস্তে আস্তে ওই কুকুরের কাছে এগিয়ে যায়। তারপর তাকে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মেশিনে তুলে নিয়ে আসে।

Advertisements

ভিডিওটি খুব অল্পসময়ের হলেও এই ভিডিওটিতে স্পষ্ট মুজিব কিভাবে নিজের প্রাণের ঝুঁকি দিয়ে ওই কুকুরটিকে বাঁচানোর জন্য উঠেপড়ে লাগেন। পাশাপাশি ভিডিওতে স্পষ্ট কিভাবে শক্তপোক্ত করে আঁকড়ে ধরে নিরাপদ জায়গায় নিয়ে আসেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা ওই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছেন। অনেকেই তার এই কাজের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার পদোন্নতি চেয়ে লিখেছেন, ‘এই স্বার্থপর দুনিয়ায় প্রত্যেকে নিজের ভালটুকুই ভাবেন। সেখানে হোমগার্ড মুজিব এক দৃষ্টান্ত। তাঁর পদোন্নতি প্রাপ্য।’

Advertisements