একটা আস্ত শাড়ি ভাঁজ করে ভরা দেশালাইয়ের বাক্সে, বাজিমাত শিল্পীর

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : অনেক সময়ই দেশের নানা তাঁতশিল্পীদের হাতের কাজ নজর কেড়ে নেয় সবার। সেইসব সূক্ষ্ম হাতের কারুকার্য দেখে অবাক হতেই হয়। তেমনই এক স্থানীয় কারুকার্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক তাঁতের শাড়ি যা ঢুকে যাবে একটি দেশলাই বাক্সের মধ্যে আর এই শাড়ি বুনেই তাক লাগিয়েছেন ওই শিল্পী।

Advertisements

কিছুদিন আগেই তেলেঙ্গানার নগর উন্নয়ন মন্ত্রী কোটি রামা রাও তাঁর টুইটার হ্যান্ডেলে এমনই একটি তাঁত শিল্পের উদাহরণ সামনে এনেছেন যেখানে ওই তাঁতশিল্পীর প্রশংসা না করে থাকা যায়না। নিজের হাতের কাজ দিয়ে মন জয় করেছেন ওই শিল্পী।

Advertisements

নাল্লা বিজয় নামের ওই তাঁত শিল্পীর বাড়ি তেলেঙ্গানার সিরসিলা অঞ্চলে। তিনি নিজে জানিয়েছেন খাঁটি সিল্কের তৈরি ওই শাড়িটি অত্যন্ত সুক্ষ্মভাবে কেটে নেওয়ার জন্য শাড়ি টি একটি দেশলাই বাক্সের মধ্যে এত সহজে ঢুকে যাচ্ছে। তিনি নিজের তৈরি ওই সৃষ্টি কিছুদিন আগে হায়দ্রাবাদের মন্ত্রী ইরাবেলি দয়াকর রাও, সবিতা ইন্দ্রারেড্ডি, ভি শ্রীনিবাস গৌড় এদের কাছে তুলে ধরেছিলেন।

Advertisements

বলা যায়, উন্নতমানের ঢাকাই মসলিনের এত ভালো গুন যে হাতের আংটির মধ্যে দিয়েই অনায়াসে গলে যেতে পারে। বুনন পাতলা হওয়ার কারণে দেশলাই বাক্সের মধ্যে অনায়াসে জায়গা করে নিচ্ছে।

Advertisements