ভিডিও কলের ক্ষেত্রে টেলিগ্রামে এলো নতুন ফিচার, গ্রূপ কলিংয়ে যুগান্তকারী পদক্ষেপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার পর থেকেই অন্যান্য ম্যাসেজিং অ্যাপগুলির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। এই সকল বিকল্প অ্যাপ হিসাবে টেলিগ্রাম যথেষ্ট সাড়া ফেলেছে। আর তারা তাদের এই জনপ্রিয়তা ধরে রাখতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

Advertisements

টেলিগ্রাম সম্প্রতি যে সকল ফিচার নিয়ে এসেছে তার মধ্যে নতুন একটি ফিচার হল ভিডিও কলিংয়ের ক্ষেত্রে গ্রুপ কলিংয়ে যুগান্তকারী পরিবর্তন। এখন এই সংস্থার নতুন এই ফিচার অনুযায়ী একসাথে এক হাজার জন গ্রূপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। পাশাপাশি ওই গ্রুপ ভিডিও কলিংয়ে ৩০ জন ইউজার মেসেজ ব্রডকাস্ট করতে পারবেন।

Advertisements

টেলিগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, জুন মাসে টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে চালু হয়েছে গ্রুপ ভিডিও কলিংয়ের ব্যবস্থা। আর এই এক মাসের মধ্যেই নতুন চমক হিসেবে এক হাজার জনের গ্রুপ কলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে।

Advertisements

টেলিগ্রাম কর্তৃপক্ষ সম্প্রতি ইউজারদের কথা মাথায় রেখে আরও একাধিক পরিবর্তন এনেছে। যেসকল পরিবর্তন নজর কাড়ছে ব্যবহারকারীদের। ভিডিও মেসেজ পাঠানোর ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংয়ের সময় যাতে ভালো রেজুলেশন আসে তার ব্যবস্থা করা হয়েছে। এমন কি অ্যাপ থেকে ভিডিও রেকর্ডিং করার সময় জুম ইন এবং জুম আউট করা যাবে। এছাড়াও আরও একাধিক ফিচার যুক্ত করা হয়েছে এই ভিডিও পাঠানোর ক্ষেত্রে।

তবে এটাও ঠিক যে প্রতিযোগিতার এই বাজারে হোয়াটসঅ্যাপও প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে তাদের ব্যবহারকারীদের জন্য। সম্প্রতি তারা আর আর্কাইভ ম্যাসেজ ফিচার নিয়ে এসেছে। এছাড়াও যুক্ত করা হয়েছে একাধিক জায়গায় একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার ব্যবস্থা। এসবের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ম্যাসেজিং অ্যাপের দুনিয়ায় শুরু হয়েছে বড় ধরনের প্রতিদ্বন্দ্বীতা।

Advertisements